পাকিস্তানের নতুন বন্ধু মালয়েশিয়া

ছবি:

ঘরের মাঠে ক্রিকেট ম্যাচ আয়োজন করতে না পারার কারণে বিগত কয়েকবছর ধরে শারজাহ, দুবাই এবং আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে কাজে লাগিয়ে আসছিল পাকিস্তান।
কিন্তু সাম্প্রতিক সময়ে আরব আমিরাত তাদের নিজস্ব টি-টুয়েন্টি লীগ আয়োজন করার কথা ভাবছে। সেই সঙ্গে আফগানিস্তানকে নিজস্ব টি-টুয়েন্টি লীগ আয়োজন করতেও সহায়তা করার কথা ভাবছিল আরব আমিরাত ক্রিকেট বোর্ড।
কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড আরব আমিরাতের বোর্ডের এই সিদ্ধান্তের সাথে একমত নয়। কারণ পিসিবি মনে করে এসবের কারণে পাকিস্তান সুপার লীগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই পিসিবি চিন্তা ভাবনা করছিল মালয়েশিয়াকে তাদের হোম ভেন্যু হিসেবে কাজে লাগাতে। অস্ট্রেলিয়া এবং নিউজিলান্ডের বিপক্ষে আসন্ন সিরিজটি মালয়েশিয়াতে আয়োজন করতে চাইছে পাকিস্তান।

তবে সিরিজটি পুরুষদের নয়, নারিদের। এছাড়াও আসন্ন পাকিস্তান সুপার লীগের ম্যাচগুলোও সেখানে আয়োজন করতে চায় তারা। আর পিসিবির এমন প্রস্তাবে সবুজ সংকেত দিচ্ছে মালয়েশিয়া।
গেল বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজন করে দারুন সফলতা পেয়েছে মালয়েশিয়া। তাই তারাও আশাবাদি যে পিসিবির আস্থা রাখতে পারবে তাদের উপর।
মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিন্দা ভালিপুরাম জানিয়েছেন, দেশটির সফরে গিয়ে পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি নাকি তেমনটাই আভাস দিয়েছেন,
‘আমরা নিজেদের মাটিতে বড় সিরিজ আয়োজন করতে চাই। মালয়েশিয়া পাকিস্তানের জন্য আদর্শ হোম গ্রাউন্ড হতে পারে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশের খেলা আয়োজন করা আমাদের জন্য বড় ব্যাপার।’
শুধু অবকাঠামোগত দিক দিয়ে নয়, উপমহাদেশের সাথে সময়ের পার্থক্য কম থাকাতেও এই ভেন্যু পাকিস্তানের জন্য ভালো হবে বলে মানছেন ভালিপুরাম। তিনি আরও বলেন,
‘মালয়েশিয়া সব আধুনিক সুবিধাই আছে। হোটেল, স্টেডিয়াম যেটাই বলেন না কেনও। এছাড়া উপমহাদেশের সাথে সময়ের ব্যবধান খুবই কম।
অস্ট্রেলিয়ার সাথেও ২-৩ ঘণ্টা পার্থক্য। আমাদের কিনরারা স্টেডিয়ামে ফ্লাডলাইটও আছে, দিবা রাত্রির টেস্ট আয়োজন করাও আমাদের পক্ষে সম্ভব।’