বিজয়-ইমরুলের ব্যাটে জবাব দিচ্ছে সাউথ জোন

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ রাউন্ডের ম্যাচে মঙ্গলবার মাঠে নেমেছিল সাউথ জোন এবং নর্থ জোন। প্রথম দিন শেষে নর্থ জোনের থেকে ৭২ রানে পিছিয়ে আছে সাউথ জোন।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে নর্থ জোনকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন সাউথ জোনের অধিনায়ক নুরুল হাসান সোহান। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে স্পিনার আব্দুর রাজ্জাকের তোপের মুখে পড়ে জহুরুল ইসলামের নর্থ জোন।
সাউথ জোনের এই স্পিনার প্রথম ইনিংসে ৫৩ রানে একাই পাঁচ উইকেট শিকার করেন। আর রাজ্জাকের দুর্দান্ত বোলিং ঘূর্ণিতে মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে যায় নর্থ জোন।রাজ্জাক ছাড়াও ২০ রানে ২ উইকেট শিকার করেছেন আরেক স্পিনার সাকলাইন সজীব।
আর টাইগারদের ওয়ানডে অধিনায়ক নিয়েছেন একটি উইকেট। নর্থ জোনের পক্ষে জোড়া হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং সোহরাওয়ার্দি শুভ। শান্ত ৫০ রান করে আউট হলেও শুভ ৫৯ রানে অপরাজিত থাকেন।

এছাড়াও ওপেনার মিজানুর রহমান ২২ এবং শেষের দিকে শফিউল ইসলাম ১৪ রান করতে সক্ষম হন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে সৌম্য সরকারকে হারালেও আনামুল হক বিজয় এবং ইমরুল কায়েসের ফিফটিতে দিন শেষ করে সাউথ জোন।
দিন শেষ সাউথ জোনের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ১১৮ রান। ইমরুল কায়েস ৫২ এবং বিজয় ৫১ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন। নর্থ জোনের পক্ষে ১টি উইকেট নিয়েছেন পেসার শফিউল ইসলাম।
নর্থ জোন একাদশ-
মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ হোসেন, ধীমান ঘোষ (উইকেট রক্ষক), জহুরুল ইসলাম (অধিনায়ক), ফরহাদ রেজা, আরিফুল হক, সোহরাওয়ার্দি শুভ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।
সাউথ জোন একাদশ-
আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তুষার ইমরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, সাকলাইন সজীব, কামরুল ইসলাম রাব্বি।