রানের পাহাড় গড়ছে সেন্ট্রাল জোন

ছবি:

মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ রাউন্ড। রাজশাহীতে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল জোন এবং ইষ্ট জোন।
প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ৪ উইকেটে ৪০৬ রানের পুঁজি দাড় করিয়েছে সেন্ট্রাল জোন। দলের পক্ষে এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম এবং তিন নম্বরে নামা ব্যাটসম্যান আব্দুল মজিদ।
সাদমান ১১২ রান করে শেষ বিকেলে বিদায় নিলেও ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছে আব্দুল মজিদকে। ব্যক্তিগত ১৫৯ রানে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটসম্যান।
এছাড়াও অলরাউন্ডার শুভাগুত হোম ৫০ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। তার সঙ্গী হিসেবে অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল ক্রিজে আছেন ৭ রান নিয়ে।

তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওপেনার সাইফ হাসান। টসে জিতে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম একপ্রান্ত আগলে ধরে ব্যাট করলেও সাইফ ফিরে যান ২১ রান করে।
ইষ্ট জোনের পক্ষে সোহাগ গাজি ছিলেন সবচেয়ে সফল বোলার। ৩১ ওভার বোলিং করে ৩ উইকেট নিয়েছেন ১৪০ রান খরচায়। এছাড়াও পেস বোলার আবু জায়েদ রাহি নেন ১টি উইকেট।
সেন্ট্রাল জোন একাদশঃ সাইফ হাসান, আব্দুল মজিদ, সাদমান ইসলাম অনিক, মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন জুনিয়র, শুভাগত হোম, মোশাররফ হোসেন রুবেল, আবু হায়দার রনি, মোহাম্মদ শরিফ, ইলিয়াস সানি, ইরফান শুক্কুর।
ইষ্ট জোন একাদশঃ লিটন দাস, অলক কাপালি, আফিফ হোসেন, জাকির আলি, মমিনুল হক, সোহাগ গাজী, তাসামুল হক, আবু জায়েদ রাহি, এনামুল হক জুনিয়র, মেহেদি মারুফ, মোহাম্মদ সাইফউদ্দিন।