promotional_ad

মুম্বাই একাদশে পরিবর্তন চান সাইমন ডুল

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আসরের সবচেয়ে অভাগা দল গুলোর একটি। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতেই জয়ের খুব কাছে গিয়ে হারতে হয়েছে তাদের। 


এক ম্যাচে দাপট দেখিয়ে জিতলেও প্রতিটি ম্যাচেই শেষ ওভারে এসে হারতে হয়েছে তাদের। যার কারনে আইপিএল পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান তিনবারের চ্যাম্পিয়নদের। শেষ চারে জায়গা করে নেয়ার দৌড়ে এগিয়ে যেতে হলে টানা জয়ের বিকল্প নেই মুস্তাফিজদের। 


তবে ভাগ্য বদলাতে হলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ২০১০ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারের অন্যতম সদস্য কাইরন পোলার্ড বাজে ফর্ম মুম্বাইকে ভোগাচ্ছে। এবারের আসরে এখন পর্যন্ত নিজেদের সেরা পারফর্মেন্স দেখাতে পারেনি এই ক্যারিবিয়ান।



promotional_ad

তাই পোলার্ডের বদলী হিসেবে অজি অলরাউন্ডার বেন কাটিংকে একাদশে দেখতে চান সাবেক কিউই পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার সাইমন ডুল। একই সাথে মিডেল অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে কিউই পেসার ম্যাকক্লেনেগ্যানকে বসিয়ে জেপি ডুমিনিকে সুযোগ দেয়ার পক্ষে তিনি।


তার ভাষায়, 'মুম্বাই একাদশে মুস্তাফিজুর ও ম্যাক্লেনেগ্যানে দুইজন বাঁহাতি পেসার আছে। হার্দিক, পোলার্ড, ক্রুনাল খেলছে। তবে আমি চাইব পোলার্ডের বদলী হিসেবে বেন কাটিং দলে আসুক। ফলে মুম্বাই এর বোলিং ও ব্যাটিংয়ে শক্তি বাড়বে। হয়তো ম্যাকক্লেনেগ্যানকে বাইরে রেখে জেপি ডুমিনির মত একজন ব্যাটসম্যানকে সুযোগ দেয়া যেতে পারে।'


লীগ পর্ব থেকে সেরা চারে জায়গা করে নিতে হলে অধিনায়ক রোহিতকেও কঠিন দায়িত্ব পালন করতে হবে।  সাইমন ডুল মনে করেন, একাদশে বড় পরিবর্তনের পাশাপাশি ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দিতে হবে রোহিতকে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball