ইনজুরিতে গেইল
ছবি:

আইপিএলের ২২তম ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ক্রিস গেইলকে ছাড়াই খেলতে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। ইনজুরির কারণে এই ম্যাচটি খেলছেন না ক্যারিবিয়ান দানব গেইল। যদিও তার ইনজুরি ভয়াবহ কিছু নয়।
তবুও তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে আসরের প্রথম দুইটি ম্যাচেও খেলেননি গেইল। পরের তিনটি ম্যাচে তার রান যথাক্রমে ৬৩, ১০৪* ও ৬২*। এর মধ্যে তিনটি ম্যাচেই জয় পায় পাঞ্জাব। গেইল ম্যাচসেরা হন দুটিতে।
গেইলের বদলে দলে ঢুকেছেন ডেভিড মিলার। এই আসরে এবার দ্বিতীয়বারের মতো মাঠে নামছেন মিলার। এদিকে ম্যাচটিতে টসে জিতেছে গৌতম গম্ভীরের দিল্লী ডেয়ারডেভিলস।

বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা। দিল্লীর দলে জায়গা পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক পৃথভি শ্ব। ১৮ বছর বয়সী পৃথভি শ্ব এই প্রথমবারের মতো আইপিএলে খেলছেন।
দিল্লি ডেয়ারডেভিলস: গৌতম গম্ভীর (অধিনায়ক), স্রেয়াশ আয়ার, রিশভ পান্ত (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, পৃথভি শ্ব, ড্যান ক্রিশ্চিয়ান, রাহুল তেওয়াটিয়া, লিয়াম প্লাংকেট, অমিত মিশ্র, আভেশ খান, ট্রেন্ট বোল্ট।
কিংস ইলেভেন পাঞ্জাব: লোকেশ রাহুল, অ্যারন ফিঞ্চ, মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, ডেভিড মিলার, যুবরাজ সিং, রবিচন্দন অশ্বিন, মুজিব উর রহমান, এন্ড্রু টাই, বারিন্দ্রার স্রান, অঙ্কিত রাজপূত।