নির্বাচক বাশারও ইনজুরিতে!

ছবি:

একের পর এক ইনজুরিতে যখন প্রায় বিপর্যস্ত টাইগার ক্রিকেটাররা, তখনই খবর আসলো ইনজুরির কবলে পড়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনও!
এখন প্রশ্ন হলো ক্রিকেটাররা নাহলে খেলতে গিয়ে কিংবা অনুশীলনে ইনজুরিতে পড়েছেন, কিন্তু বাশারের বিষয়টি কি?
জানা গেছে সাবেক এই টাইগার অধিনায়কও নাকি খেলতে গিয়েই চোট পেয়েছেন।
গত মাষ্টার্স ক্রিকেট লীগে খেলতে গিয়ে হাতের মাসল টিয়ারের ইনজুরির কবলে পড়েন বাশার।

এক ছবিতে দেখা গেছে ইনজুরি আক্রান্ত হাত স্লিংয়ে ঝুলিয়ে রেখেছেন তিনি।
যদিও ইনজুরিতে পরার পরেও মুখে সেই চিরচেনা হাসিটি ঠিকই ধরে রেখেছেন বাশার।
উল্লেখ্য গত কয়েকদিন থেকেই ইনজুরির কবলে পড়ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
তালিকায় আছেন তামিম ইকবাল, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন এমনকি মুশফিকুর রহিমও।
সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
সূত্র- আরিফুল ইসলাম রনির ফেসবুক স্ট্যাটাস থেকে গৃহীত