ভারত যাবে পূর্ণশক্তির বাংলাদেশ দল

ছবি:

জুন মাসে আফগানিস্তান বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। শোনা যাচ্ছিলো আসন্ন এই সিরিজে বিশ্রাম পেতে পারেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার।
কিন্তু শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিচ্ছেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
চলমান বাংলাদেশ ক্রিকেট লীগ দিয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিএল শেষ হলেই পর খেলোয়াড়রা বিশ্রামে যাবেন। কয়েকদিনের বিশ্রাম শেষে এরপর আফগানিস্তান সিরিজের জন্য শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প।
আফগানিস্তান বাংলাদেশ দলের থেকে দুর্বল দল হওয়ায় প্রথমে তরুণদের নিয়েই এই সিরিজ খেলতে যাওয়ার চিন্তা ভাবনা করহচিল বিসিবি। পরবর্তীতে নান্নু জানালেন মূল দলই খেলবে। নান্নু বলেন,

‘আমাদের কাছে যেটা আপডেট আছে, কারো লম্বা চোট নেই। আমার বিশ্বাস আগামী তিন সপ্তাহের মধ্যে অধিকাংশ খেলোয়াড়দের পাব।
আমাদের মেইন টিমকেই খেলানোর কথা ভাবছি। আমাদের সিলেকশন প্লেয়ারকে রেস্ট দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়নি। দেশের হয়ে প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ, আমাদের বেস্ট টিমটাই খেলবে।’
এদিকে ক্রিকেটারদের ইনজুরি সমস্যা নিয়ে দুশ্চিন্তায় আছে বিসিবি। তারপরও নির্বাচক নান্নু আশাবাদী ক্যাম্প শুরুর আগেই সেরে উঠবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটারদের চোট নিয়ে তিনি বলেন,
‘চোটের ওপর তো আর কারও হাত নেই। সামনে অনেক গ্যাপ আছে। বিসিএল ২৭ তারিখ শেষ হওয়ার পর প্লেয়াররা রিকভার করার জন্য আড়াই থেকে তিন সপ্তাহ সময় পাবে।
আমার মনে হয় এর মধ্যে যারা চোটে আছে রিকভারি করবে। আমার মনে হয় ক্যাম্প শুরু হওয়ার আগে সবাইকে সুস্থ পাব।’