আম্পায়ারিং সাকিবদের হারের কারনঃ জাহির

ছবি:

চেন্নাইয়ের বিপক্ষে মাত্র ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদকে। এই ম্যাচের হারের কারণে চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় হারের মুখ দেখেছে সাকিবরা।
তবে ম্যাচে হারলেও অনেকেই মনে করছেন সাকিবদেরই জয় পাওয়ার কথা ছিল এদিন। কারণ আম্পায়ারের একটি ভুল হয়তো হায়দ্রাবাদকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তাই শেষের দিকে লড়াই করেও জিততে পারেনি তারা।
ইনিংসের ১৭তম ওভারের জয়ের জন্য ২৪ বলে ৫২ রানের প্রয়োজন ছিল সাকিবদের। ৮৪ রান নিয়ে ক্রিজে দুর্দান্ত ব্যাটিং করছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। সে সময় চেন্নাই পেসার শার্দুল ঠাকুরের ছোড়া প্রায় পেট সমান উচ্চতার বলকে উড়িয়ে মারতে গিয়ে রবিন্দ্র জাদেজার হাতে তালুবন্দি হন তিনি।
সেখান থেকে আর ম্যাচে ফেরা হয়নি হায়দ্রাবাদের। কিন্তু এত উচ্চতায় বল করার পরও আম্পায়ারদের মতে, বলটি ছিল বৈধ ডেলিভারি। এমনকি আম্পায়ার আউট দেয়ার পর রান বিস্ময় প্রকাশ করেন হায়দ্রাবাদ দলপতি।

এমনকি লেগে আম্পায়ার ভিনিত কুলকার্নির চোখেও মনে হয়নি এটি নো বল! পরবর্তী সময়ে টিভি রিপ্লে’তেও দেখা যায়, উইলিয়ামসনের কোমর থেকে অনেক উপরে ছিল বলটি।
আম্পায়ারের ওই ভুল সিদ্ধান্তের কারণে, মূল্যবান একটি ফ্রি হিটের পাশাপাশি একটি বৈধ বলও হারায় হায়দরাবাদ। যার মাশুল তাদের দিতে হয় মাত্র চার রানের ব্যবধানে ম্যাচ হেরে।
এমনটাই মনে করেন ভারতের সাবেক লিজেন্ডারি পেসার জহির খান। ক্রিকবাজের সাথে আলাপকালে সাবেক এই বাঁহাতি পেস বোলার জানান, আম্পায়ারদের এসব ব্যাপারে আরও বেশী সতর্ক হওয়া উচিত। তিনি বলেন,
'টি-টুয়েন্টি ফরম্যাটে এসব ছোট খাটো সিদ্ধান্ত আপনাকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে। আর ম্যাচটা শেষ বল পর্যন্ত গিয়েছে তাই আপনি ভাবতেই পারেন বলটা নো বল দিলে হয়তো আমরা জিততেও পারতাম।
যেহেতু ডিআরএস আছে এখন যা অনেক সাহায্য করছে। কিন্তু আম্পায়ারদের উচিত এসব ব্যাপারে আরও বেশী সতর্ক হওয়া। তার এমন ভুল ম্যাচের মোড় পাল্টে দিতে পারে যেমনটা হায়দ্রাবাদের ক্ষেত্রে হয়েছে।
কেউ আউট হলে যদি তারা পায়ের নো বল চেক করে দেখতে পারে তাহলে এখানে কেন নয়? আমি মনে করি এসব ছোট খাটো ভুল থেকে বের হতে আরও কাজ করতে হবে আম্পায়ারদের।'