হারের কারণ মুস্তাফিজদের ছোট ভুলঃ টেইট

ছবি:

রবিবার দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ব্যাট করছিল রাজস্থান। তাদের ইনিংসের ১৮তম ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের মোড় পাল্টে দুর্দান্ত জয় তুলে নেয় আজিঙ্কা রাহানের দল।
ইনিংসের ১৮ তম ওভারে বোলিংয়ে এসে শুরুতেই হেনরিচ ক্লাসেনকে সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। কিন্তু জয়ের আভাস পেতে থাকা মুম্বাইকে একই ওভারে ব্যাকফুটেও নিয়ে যান তিনি।
ওভারের তৃতীয় বলে তার একটি নো বলের কারণে ম্যাচের মমেন্টাম পাল্টে যায়। শেষ তিন বলে ১২ রান নিয়ে ম্যাচে ফিরে রাজস্থান। এরপরের ওভারে এসে আরও একটি নো বল করেন মুম্বাই পেসার জাস্প্রিত ভুমরাহ।

আর অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট মনে করেন তাদের দুইজনের করা দুটি নো বলের কারণেই মুম্বাই কাল ম্যাচ হেরেছে। ম্যাচ শেষে ক্রিক ইনফোর সাথে আলাপকালে এমনটাই জানান তিনি। সেখানে তিনি বলেন,
'মাঠের মধ্যে এসব ছোট খাটো ভুলই আপনাকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে। আমি আশা করছি দলের বোলিং কোচ তাদের সঙ্গে এসব কিছু নিয়ে কাজ করবে।
তাদের ভুল গুলো ধরিয়ে দিবে। টি-টুয়েন্টিতে এসব ছোট ছোট ঘটনাই আপনাকে ব্যাকফুটে নিয়ে যেতে পারে। হয়তো তারা সেটা নিয়ে ভাববে এবং ভুল শুধরানোর চেষ্টা করবে।'