গেইল-রাহুলকে থামাতে পারবে তো দিল্লী?

ছবি:

সোমবার চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২২তম ম্যাচে মাঠে নামছে রবিচন্দ্র অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাব এবং গৌতম গম্ভীরের দিল্লী ডেয়ারডেভিলস। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
এখন পর্যন্ত আইপিএলে অন্যতম সফল দল পাঞ্জাব। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং তিন বিভাগ দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে সক্ষম হয়েছে অশ্বিনের দল। বিশেষ করে ব্যাটিংয়ের দিক দিয়ে বেশী শক্ত দলটি।
ওপেনিংয়ে ক্রিস গেইল এবং লোকেশ রাহুল দলকে প্রতি ম্যাচেই উড়ন্ত সূচনা এনে দিয়েছেন। দুই অপেনারই আছেন দারুন ছন্দে। মিডেল অর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যানরা থাকায় আজকের ম্যাচেও জয়ের জন্য মাঠে নামতে চাইবে তারা।

অন্যদিকে প্রতিপক্ষ দিল্লী নিজেলের মেলে ধরতে পারছেনা। টেবিলের তলানিতে থাকা দলটি ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে। শুধু মাত্র উইকেট রক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ট ছাড়া কেউই বড় স্কোর করতে পারছেননা।
তাই সব মিলিয়ে পাঞ্জাবের বিপক্ষে ব্যাকফুটে থেকেই মাঠে নামতে হচ্ছে তাদের। এছাড়াও একাদশেও পরিবর্তন আসতে পারে তাদের। দলের স্পিন বিভাগ শক্ত করতে শাহবাজ নাদিমের জায়গায় জায়ান্ত জাদভকে একাদশে রাখতে পারে রিকি পন্টিংয়ের দল।
দিল্লীর একাদশে পরিবর্তন আসলেও পাঞ্জাবের একাদশে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। উইনিনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে চাইবে রবিচন্দ্র অশ্বিনের দল।
দিল্লী ডেয়ারডেভিলস সম্ভাব্য একাদশঃ জেসন রায়, গৌতম গম্ভীর (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ট (উইকেট রক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শংকর, ক্রিস মরিস, রাহুল তেয়াটিয়া, শাহবাজ নাদিম / জয়ন্ত যাদব, হারশাল প্যাটেল, ট্রেন্ট বোল্ট
কিংস ইলেভেন পাঞ্জাব সম্ভাব্য একাদশঃ লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, করুন নায়ার, অ্যারন ফিঞ্চ, যুবরাজ সিং, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), মুজিবুর রহমান, এন্ড্রু টাই, বারিন্দার স্রান, মোহিত শর্মা।