promotional_ad

সাকিব আল হাসানঃ আইপিএলের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সাকিব আল হাসানের অভিজ্ঞতার কমতি নেই। কলকাতার হয়ে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলা ও দলকে দুই দুইবার চ্যাম্পিয়ন করতে সাহায্য করার পরও কেন জানি সবসময় আইপিএলের উজ্জ্বল আলোয় সাকিবকে খুঁজে পাওয়া যায় না।


ব্যাটে বলে ভালো পারফর্ম করলেও আইপিএলের 'সাকিব' ফ্যাক্টর সবসময় আড়ালেই থেকে যায়। ২০ ওভারের ম্যাচে বল হাতে সাকিবের চার ওভা??? বোলিংয়ের সাথে ব্যাটসম্যান সাকিবের অবদান দলের জয় পরাজয়ে বড় ফারাক সৃষ্টি করতে পারে।


বোলার সাকিব হয়তো প্রতি ম্যাচে তিন-চার উইকেট নিবে না, ব্যাট হাতে হয়তো অর্ধশত রানের ইনিংস খেলবে না... কিন্তু ক্রিকেটের দুই ডিসিপ্লিনেই ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য অবদান রাখবেন। ফিল্ডার হিসেবেও সাকিবের বিশ্ব মানের। 


টি-টুয়েন্টি ফরম্যাটের ইতিহাসে অন্যতম সেরা বোলার সাকিব ব্যাট হাতেও ব্যাটিং অর্ডারে যে কোন পজিশনে মানিয়ে নিতে পারেন। বল হাতে কিপটে বোলিংয়ের পাশাপাশি উইকেট আদায় করে নেয়ায় সাকিবের জুড়ি নেই। 


বেশিরভাগ সময় মিডেল অর্ডারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের স্কোর বোর্ড সচল রাখেন এই বাংলাদেশি স্টার অলরাউন্ডার। তার উপর বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা ঝুলি গত ছয়-সাত বছরে বেশ ভারী হয়েছে সাকিবের।



promotional_ad

নিরবে ব্যাটে-বলে পারফর্ম করে যাওয়া সাকিব আল হাসান তবুও বছরের বছর পার্শ্ব নায়কের ভূমিকা পালন করে আসছেন। তবে এবারের চলমান আইপিএলে নতুন দল হায়দ্রাবাদে যোগ দেয়ায় কিছুটা হলেও রঙ বদলাতে শুরু করেছে।


টম মুডি, মুত্তিয়া মুরলীধরন ও ভিভিএস লক্ষ্মণের দলে যোগ দিয়ে যোগ্য সম্মান পাচ্ছেন সাকিব আল হাসান। অরেঞ্জ জার্সিতে ব্যাট বলে দলের মূল দায়িত্ব পালন করছেন এই স্টার অলরাউন্ডার। নতুন রঙের সাকিব আল হাসানকে নতুন করে চেনাচ্ছে হায়দ্রাবাদ।


যার জন্য হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্তাব্যক্তিদের প্রশংসা করতেই হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে লঙ্কান লেজেন্ড ও হায়দ্রাবাদের স্পিন বোলিং কোচ মুত্তিয়া মুরলীধরন বিশ্ব ক্রিকেটের কাছে 'অলরাউন্ডার' সাকিবকে নতুন করে চিনিয়েছেন।


ইন্ডিয়া টুডে'র সাক্ষাৎকারে মুরলী বলেছেন, 'বিশ্ব ক্রিকেটে সাকিব খুবই আন্ডাররেটেড ক্রিকেটার। সাকিব আরও মর্যাদা ও কৃতিত্বের দাবীদার, বিশেষ করে সে বাংলাদেশের জন্য যা করেছে তা এক কথায় দুর্দান্ত। আমি ওর বিপক্ষে খেলেছি। বোলার হিসেবে তার মত বাঁহাতি স্পিনার বিশ্বে নেই। 


আর সে খুবই ভালো টপ অর্ডার ব্যাটসম্যান। সুতরাং আপনি ওর মাপের অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটে খুঁজে পাবেন না। সাকিব ম্যাচের যে কোন সময় বল করার সামর্থ্য রাখে। আমরা জানতাম সাকিব আমাদের জন্য খুবই মূল্যবান ক্রিকেটার হবে।'



প্রাপ্য সম্মান না পাওয়া সাকিব আল হাসান বড় তারকা হয়েও তৃতীয় ব্যক্তি চরিত্রে অভিনয় করতে হচ্ছে। আর আইপিএল নিলামেও তার প্রভাব পড়েছে বলে মনে করেন এই লঙ্কান লিজেন্ড। 


'আপনি দেখেন আইপিএল নিলামে অনেক ক্রিকেটার বড় অংকের বিনিময়ে বিভিন্ন দলে খেলছে। কিন্তু আমরা সাকিবকে খুবই কম অর্থে পেয়েছি। আমি এজন্যই সাকিবকে আন্ডাররেটেড বলছি। সাকিবের মত প্রতিভাবান ক্রিকেটার এত কম মূল্যে পাওয়া বড় ব্যাপার।'


সাকিব অবশ্য নিজের পারফর্মেন্সের বাইরে বেশি কিছু চিন্তা করেন না। উপভোগই সাকিবের মন্ত্র। সাকিবের বক্তব্য, 'আমি যেই দলের হয়েই খেলি না কেন, আমি ব্যাট বলে দলের জয়ে অবদান রাখতে চাই। 


খেলাটা আমি ভালোবাসি, তাই কে কি বললো আমাকে নিয়ে এইসব নিয়ে তেমন ভাবি না। কে আমাকে নিয়ে বলছে বা আমি কোন অবস্থানে আছি এইসব আমাকে ভাবায় না। আমি খেলাটা উপভোগ করছি, আর আমি এটাই চালিয়ে যেতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball