হায়দ্রাবাদকে উদ্ধার করতে পারলেন না সাকিবও

ছবি:

আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর বিকেল সাড়ে চারটায় ঘরের মাঠ রাজিব গান্ধী স্টেডিয়ামে এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।
উইলিয়ামসনের আমন্ত্রণে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান স্কোরবোর্ডে তুলে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন আম্বাথি রাইডু। এছাড়াও সুরেশ রায়নার ব্যাট থেকে আসে ৫৪ রান।
হায়দ্রাবাদের পক্ষে ভুবনেশ্বর কুমার এবং রশিদ খান নেন ১টি করে উইকেট। এদিন উইকেট শুন্য ছিলেন সাকিব আল হাসান। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩২ রান। ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের পেসার দিপাক চাহারের বোলিং তান্ডবের মুখে পরে হায়দ্রাবাদ।
স্কোরবোর্ড ২২ রান যোগ করতেই মাত্র ১ রান খরচায় হায়দ্রাবাদের তিন ব্যাটসম্যানকে বিদায় করেন তিনি। এরপর তিন উইকেট হারিয়ে বসা হায়দ্রাবাদকে উদ্ধার করতে নেমেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

অধিনায়ক উইলিয়ামসনকে সঙ্গে দিয়ে দেখে শুনে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন তিনি। কিন্তু ব্যক্তিগত ২৪ রানে করন শর্মার বলে সুরেশ রায়নার হাতে ক্যাঁচ তুলে দেন তিনি। দুটি চার এবং একটি ১টি ছক্কার সাহায্যে এই ইনিংস গড়েন সাকিব।
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ১৪ ওভারে ৯৫ রান ৪ উইকেট হারিয়ে। ইউসুফ পাঠান ৯ এবং উইলিয়ামসন ৫৯ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ-
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, রিকি ভুই, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কউল, ইউসুফ পাঠান।
চেন্নাই সুপার কিংস একাদশ-
শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, মাহেন্দ্রা সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম বিলিংস, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করণ শর্মা, শার্দূল ঠাকুর।