বল হাতে সাকিবের দারুণ শুরু
ছবি:

আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর বিকেল সাড়ে চারটায় ঘরের মাঠ রাজিব গান্ধী স্টেডিয়ামে এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।
উইলিয়ামসনের সিদ্ধান্ত অবশ্য সঠিক বলে শুরুতেই প্রমাণ করতে সক্ষম হন ডানহাতি পেসার ভুমনেশ্বর কুমার। বিপদের কারণ হয়ে ওঠার আগেই দলীয় ১৪ রানের মাথায় চেন্নাইয়ের অজি তারকা শেন ওয়াটসনকে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন তিনি।
ভুবনেশ্বরের বলটি ফ্লিক করতে হয়ে মিড উইকেটে ভুবনেশ্বরের তালুবন্দি হন ওয়াটসন। চতুর্থ ওভারে তৃতীয় বলে অজি অলরাউন্ডার কাম ওপেনারকে হারিয়ে বিপদে পরে চেন্নাই। এরপর অষ্টম ওভারের প্রথম বলে চেন্নাই শিবিরে দ্বিতীয় আঘাত হানেন আফগান স্পিনার রশিদ খান।
১১ রান করা প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। এদিকে রশিদ এবং হুদার পাশাপাশি নিজের করা ২টি ওভারই দারুণ করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কোনো উইকেট না পেলেও ১২ বলে মাত্র ৯ রান দিয়েছেন তিনি।

যেখানে তাঁর ইকোনমি রেট মাত্র ৪.৫০। এই রিপোর্ট লেখা পর্যন্ত চেন্নাইয়ের স্কোর দাঁড়িয়েছে ২ উইকেটে ৪১ রান (৯ ওভার)। ক্রিজে ১১ রান নিয়ে সুরেশ রায়না এবং ৭ রান নিয়ে অপরাজিত আছেন আম্বাতি রাইডু।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ-
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, রিকি ভুই, ভুবনেশ্বর কুমার, রশিদ খান, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কউল, ইউসুফ পাঠান।
চেন্নাই সুপার কিংস একাদশ-
শেন ওয়াটসন, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, মাহেন্দ্রা সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম বিলিংস, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করণ শর্মা, শার্দূল ঠাকুর।