promotional_ad

মুস্তাফিজকে একাদশে রাখবে তো মুম্বাই?

promotional_ad

জয়পুরে নিজেদের মাঠেই খেলা। তারপরেও ম্যাচের আগে স্বস্তিতে নেই হোম টিম রাজস্থান রয়ালস। আইপিএলে পাঁচ ম্যাচে দুই জয় পাওয়া দলটির হতাশার অন্ত নেই।


দলে আছেন দুই ইংলিশ তারকা জশ বাটলার এবং বেন স্টোকস। আহামরি কোনো পারফর্মেন্সে এখনো দল জেতাতে পারেননি এদের কেউই। অথচ এদের টপ অর্ডারে জায়গা করে দিয়ে নিচের দিকে নেমে গেছেন রাহুল ত্রিপাঠির মতো ব্যাটসম্যান।


অথচ গত আইপিএলে পাওয়ার প্লে'তে ১৫৮ স্ট্রাইক রেটে রান তুলে গেছেন রাহুল। দলের স্পিনাররা অবশ্য ভালো করছেন, এটাই স্বস্তি আজিঙ্কা রাহানের। শেষদিনে দলের সঙ্গে দীর্ঘ সময় দেখা দিয়েছে জফরা আর্চারকে। এই ম্যাচে আইপিএল অভিষেক হতে পারে তার।


এদিকে দলের বোলিং লাইনআপ নিয়ে মহা স্বস্তিতে মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও শেষ ম্যাচে খরুচে বোলার ছিলেন ফিজ (ব্যাঙ্গালুরুর বিপক্ষে চার ওভারে ৫৫ রান দিয়েছিলেন তিনি), তারপরেও এই ম্যাচে তার উপরে ভরসা করছেন অধিনায়ক রোহিত শর্মা।



promotional_ad

সাংবাদিক সম্মেলনে মুস্তাফিজকে রীতিমতো রক্ষাই করেছেন রোহিত। তাই বলা চলে, এই ম্যাচেও নিশ্চিতভাবে খেলছেন মুস্তাফিজ। খেলতে পারেন মিচেল ম্যাকক্লেনাঘানও।


কেননা গেলো ম্যাচে অসাধারণ বোলিং করেছেন তিনি। এছাড়া প্রতিপক্ষের ইনফর্ম ব্যাটসম্যান সাঞ্জু স্যামসনকে চারবারের দেখায় চারবারই আউট করার রেকর্ড আছে তার। 


এদিকে মুম্বাই দলের সঙ্গে অনুশীলনে দেখা গিয়েছে দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিশানকে। গত ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি। তবে এই ম্যাচে মাঠে নামার জোরালো সম্ভাবনা আছে তার।


সম্ভাব্য একাদশঃ-



রাজস্থান রয়ালস: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), হেনরিক ক্ল্যাসেন, সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, জশ বাটলার (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠি, ধাওয়াল কুলকার্নি, কে গওথাম, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাত, বেন লাফলিন।


মুম্বাই ইন্ডিয়ান্স: সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, মিচেল ম্যাকক্লেনাঘান, মায়াঙ্ক মারকাণ্ডে, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball