promotional_ad

হায়দ্রাবাদের চতুর অপারেটর সাকিব আল হাসান

promotional_ad

'ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট'- এই প্রবাদটি নিজের ক্রিকেট ক্যারিয়ারে প্রতিনিয়তই প্রমাণ করে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কখনো বল হাতে, আবার কখনো ব্যাট হাতে অবদান রেখেছেন দলের পক্ষে। 


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এবারের আসরেও এর ব্যত্যয় ঘটতে দেখা যায়নি। সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে বল হাতে তো বটেই, ব্যাট হাতেও প্রতিনিয়ত নিজের জাত চিনিয়ে যাচ্ছেন সাকিব। হয়ে উঠেছেন হায়দ্রাবাদ দলটির অটোম্যাটিক চয়েজ। 


এখন পর্যন্ত চার ম্যাচ খেলে প্রায় প্রত্যেকটিতেই বোলিং অথবা ব্যাটিংয়ের দিক থেকে অবদান রেখেছেন টাইগার সাকিব। সুতরাং আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচেও যে সাকিব থাকছেন হায়দ্রাবাদের একাদশে তা হলফ করেই বলা যায়। 


এদিকে এই ম্যাচকে সামনে রেখে হায়দ্রাবাদের ব্যাটিং এবং বোলিং লাইন আপ নিয়ে বিশ্লেষণ করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।  হায়দ্রাবাদের ব্যাটিংয়ের দিক থেকে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা নেই বলে মনে করছেন আকাশ। বিশেষ করে সাকিব এবং মনিষ পান্ডে ফর্মে থাকায় ব্যাটিং এখন যথেষ্ট শক্তিশালী তাদের। আকাশ বলেন,


promotional_ad

'মনিষ পান্ডে দারুণ ফর্মে আছে। সাকিবও দারুণ খেলছে......সুতরাং ব্যাটিংয়ের দিক থেকে সব কিছু ঠিকই আছে মনে হচ্ছে। যদি তাদের বড় লক্ষ্য তাড়া করতে হয়, সেক্ষেত্রে তারা প্রথমের দিকে ডেভিড ওয়ার্নারকে মিস করবে। এছাড়া বাকি সব ঠিক আছে।' 


পাশাপাশি গত ম্যাচগুলোর মতো আজও সাকিবকে ট্রাম্প কার্ড হিসেবে রেখেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তাঁর মতে মিডল অর্ডারের সামঞ্জস্যতা রক্ষার্থে সাকিব দারুণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন। আকাশের ভাষ্যমতে, 


'এই ম্যাচে আবারো আমার ট্রাম্প কার্ড সাকিব আল হাসান কিছু কারণে: সানরাইজার্স হায়দ্রাবাদের মিডল অর্ডারে কিছু সমস্যা রয়েছে। আপনার মনিষ পান্ডে রয়েছে যে ফর্মে ফিরেছে এবং দীপক হুদাও রয়েছে যে কিনা ম্যাচ শেষ করে আসতে পারে, তবে এরপর সাকিব হচ্ছে আঠার মতো। সাকিব হচ্ছে এমন একজন ব্যাটসম্যান যে কিনা মিডল অর্ডারকে একসাথে মিলিত করতে সক্ষম এবং পাশাপাশি তাদের নিয়ন্ত্রণ করতে পারে।'    


অবশ্য শুধু ব্যাটিংয়ের দিক থেকেই নয়, সাকিবকে একজন গুরুত্বপূর্ণ বোলার হিসেবেও আখ্যা দিয়েছেন আকাশ চোপড়া। এক্ষেত্রে তিনি উদাহরণ দিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সাকিবের বোলিংয়ের।


গত ম্যাচে হায়দ্রাবাদের বোলিং লাইন আপের ওপর তান্ডব চালিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল। তাঁর ঝড়ো সেঞ্চুরিতেই ১৯৪ রানের লক্ষ্য দাঁড়া করিয়েছিলো কিংসরা। সেই ম্যাচে ২ ওভারে ২৮ রান দিলেও ক্রিস গেইলের বিপক্ষে সাকিবের দারুণ বোলিং নজর কেড়েছে আকাশ চোপড়ার।


বাকি বোলারদের তুলোধুনো করলেও সাকিবের বিরুদ্ধে রান নিতে কিছুটা বেগ পেতে হয়েছে গেইলকে। কেননা গেইলের প্যাড লক্ষ্য করে বোলিং করে যাচ্ছিলেন সাকিব। টাইগার অলরাউন্ডারকে তাই একজন চতুর অপারেটর হিসেবে উল্লেখ করে আকাশ বলেছেন,   


'আমার মতে ব্যাট হাতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বল হাতেও কেননা আপনি দেখবেন যখন ক্রিস গেইল ব্যাটিং ঝড় চালাচ্ছিলো তখনো সাকিব তাঁর প্যাড লক্ষ্য করে বোলিং করার চেষ্টা করে যাচ্ছিলো অথবা অফসাইডের বাইরে বল ফেলছিলো। সুতরাং সে অতি চতুর একজন অপারেটর এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে, যেখানে রয়েছে স্যাম বিলিংস এবং মহেন্দ্রা সিং ধোনি, আপনি তাঁকে (সাকিবকে) দারুণ ফর্মে দেখতে চাইবেন।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball