সাকিব কেন হায়দ্রাবাদে, জানালেন মুরলি

ছবি:

আইপিএলের বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর তুলনায় সবচেয়ে গোছানো দল সাকিব আল হাসান-কেন উইলিয়ামসনদের সানরাইজার্স হায়দ্রাবাদ। নিলাম থেকে খেলোয়াড় দলে নেয়া থেকে শুরু করে একাদশ নির্বাচনেও পরিপক্বতা দেখাচ্ছে দলটি।
যার ফল দেখা যাচ্ছে মাঠেও। নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেয়েছিল দলটি। শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে হারলেও লড়াই করেছে দলটি।
ম্যাচ হারলেও সব দিক থেকে এগিয়ে আছে তারা। আত্মবিশ্বাসে ভরপুর দলটির বোলিং কোচ লঙ্কান লিজেন্ড মুত্তিয়া মুরলিধরন জানিয়েছেন দল সাজানোর ক্ষেত্রে তারা শক্তিশালী স্পিন বোলিং উইনিট চেয়েছিলেন।

যেকারণে রশিদের সঙ্গী হিসেবে তারা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিলাম থেকে বেঁছে নিয়েছেন। ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক এই লঙ্কান স্পিনার জানান,
'আমরা এমন একটা দলই চেয়েছিলাম যখন নিলাম শুরু হয়। আমরা বেশ ভালো স্পিন ইউনিট চেয়েছিলাম এবং আমরা সাকিব এবং রশিদকে প্রথমেই পেয়েছি।
সুতরাং আমি মনে করি আমাদের স্পিন ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী এবং আমরা একজন ভালো উইকেটরক্ষক খুঁজছিলাম। আমার মনে হয় ঋদ্ধিমানকে দিয়ে সেই অভাব পূরণ হয়েছে। সে ওপেনিংয়ে নামতে পারে, এমনকি তিনেও ব্যাটিং করতে পারে।'