কলকাতায় ফিরছেন ক্রিস গেইল

ছবি:

ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল কলকাতার জার্সিতে খেলেছেন আইপিএলের প্রথম তিন মৌসুম। কিন্তু কলকাতার হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান।
এরপর কলকাতা ছেড়ে যোগ দেন ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। ব্যাঙ্গালুরুর হয়ে কলকাতায় ফিরে সেই ম্যাচে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। তার অপরাজিত ১০২ রানের উপর ভর করে ব্যাঙ্গালুরু জিতেছিল ৯ উইকেটে।
এর মাঝে আরও অনেকবার খেলেছেন কলকাতার মাঠে। তবে শনিবার আবারও ইডেনে ফিরতে যাচ্ছেন এই ক্যারিবিয়ান। কিন্তু এইবার তার কলকাতার মাঠে ফেরাটা হতে পারে ভিন্ন।
কারণ আবারও দল পাল্টে গিয়েছে তার। বাঁহাতি এই ব্যাটসম্যান কলকাতার বিপক্ষে মাঠে নামবে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে। আর হয়তো পাঞ্জাবের হয়েই আবারও ইডেনের মাঠে নিজেকে মেলে ধরবেন তিনি।
কলকাতার বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছেন গেইল। ৫০ গড়ে ১৫২.৪৩ স্ট্রাইক রেটে ৫৩২ রান এসেছে তার ব্যাট থেকে। তাই সব মিলিয়ে আজ গেইল শো দেখা গেলে অবাক হবেন না ক্রিকেট প্রেমীরা।

শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে দুই নতুন অধিনায়কের একসাথে প্রথম লড়াই এটা।
কারণ প্রথমবারের মত অধিনায়ক হয়েছেন কলকাতার দীনেশ কার্ত্তিক এবং কিংস এলেভেন পাঞ্জাবের রবিচন্দ্র অশ্বিন। দুদলই নিজেদের শেষ ম্যাচে জিতেছে। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে দুদল।
আজকের ম্যাচটিতে কলকাতা এবং পাঞ্জাব খুব গুরুত্বের সাথে নিচ্ছে কারণ যে জিতবে সেই টেবিলের শীর্ষে উঠে আসবে। আর অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার ইঙ্গিত মিলেছে দুদলের কাছ থেকে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশঃ
ক্রিস লিন, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, নীতীশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, শুভম্যান গিল, পীযুষ চাওলা, টম কুরান, শিবম মাভি, কুলদীপ যাদব
কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য একাদশ
কে এল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, করুন নায়ার, অ্যারন ফিঞ্চ, যুবরাজ সিং, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), এন্ড্রু টাই, অক্ষর প্যাটেল, মোহিত শর্মা, মুজিব জাদরান