এগিয়ে যাওয়ার ম্যাচে অনিশ্চিত ধোনি

ছবি:

২০১৫ সালের আইপিএলের পরে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকায় নিষেধাজ্ঞায় পড়েছিলো চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়ালস। দুই বছরের শাস্তি কাটিয়ে এবারের আইপিএলে আবারো খেলছে তারা।
আর এই শুক্রবার রাতের একমাত্র ম্যাচে পুনেতে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। তবে ম্যাচের আগে কিছুটা হলেও স্বস্তিতে থাকছে চেন্নাই।
দুইটি জয় পেতে এখন পর্যন্ত তারা খেলছে তিনটি ম্যাচ। রাজস্থানের জয়ও সমান দুইটি; তবে তারা খেলেছে একটি ম্যাচ বেশি (চারটি)। আজ যে দল জিতবে সেই দলই এগিয়ে যাবে পয়েন্ট টেবিলে। এছাড়াও স্বস্তিতে থাকার আরও কারণ আছে মহেন্দ্র সিং ধোনিদের।
নিষেধাজ্ঞায় পরার পূর্বে শেষ পাঁচটি ম্যাচে তিনটিতেই জয় পেয়েছে আইপিএলের হলুদ দল। অপরদিকে আইপিএলের নীলাভ দল রাজস্থান পেয়েছে দুটি জয়। একাদশ অপরিবর্তিত থাকতে পারে রাজস্থানের একাদশ। নয়তো এই ম্যাচে নামতে পারেন জোফরা আর্চার।

এদিকে একাদশ নিয়েও কিছুটা সন্দিহান চেন্নাই। আগের ম্যাচে পিঠের ব্যাথা নিয়েই খেলেছিলেন অধিনায়ক ধোনি; এই ম্যাচে অনিশ্চিত তিনি। যদিও আরেক ইনজুরি আক্রান্ত ব্যাটসম্যান সুরেশ রায়নার সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাকে।
হয়তো এই ম্যাচে খেলতে পারেন রায়না। এছাড়া ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলিকে দেখা গেছে ধোনিদের সঙ্গে অনুশীলনে। ধারণা করা যায়, ধোনি একাদশে না থাকলে উইলির আইপিএল অভিষেক হবে, তবে বিদেশী কোটায় কে বাদ পরবেন সেটাও দেখার বিষয় হবে তখন।
সম্ভাব্য একাদশঃ-
চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, অম্বাতি রায়ুডু, এম বিজয় / সুরেশ রায়না, স্যাম বিলিংস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার, হরভজন সিং, শারদুল ঠাকুর, ইমরান তাহির।
রাজস্থান রয়্যালস: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ডি'আরসি শর্টস / হেনারিক ক্লাসেন, সাঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠী, বেন স্টোকস, জশ বাটলার (উইকেটরক্ষক), কে গওথাম, শ্রীরাম গোপাল, ধাওয়ান কুলকার্নি, জয়দেব উনাদকাত, বেন লাফলিন / জোফরা আর্চার।