তুষার-মিথুনে দারুণভাবে ঘুরে দাঁড়ালো দক্ষিণাঞ্চল

ছবি:

আগের দিন আব্দুর রাজ্জাকের স্পিনেই ম্যাচে ফিরেছিল দক্ষিণাঞ্চল। এবার সেই সুযোগের পুরোটা কাজে লাগালো দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরা। মোহাম্মদ মিথুনের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ২৩৭ রানের লিডও পেয়ে গেছে তারা।
ম্যাচের দ্বিতীয় দিনে ৩১ রানে অপরাজিত থাকা বিজয় তৃতীয় দিনে তেমন সুবিধা করতে পারেননি। ৪৫ রানেই ফিরে যান তিনি। ৩০ রান করে ফিরে গেছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সম্প্রতি বাদ পড়া ইমরুল কায়েসও।
এরপরে লম্বা জুটি গড়েন তুষার ইমরান এবং মোহাম্মদ মিথুন। ভাগ্য খারাপ তুষার ইমরানের। ৮৮ রান করে ফিরে গেছেন তিনি। তবে ১৬ টি চার এবং একটি ছক্কায় ১১৮ করে ফেরত যান মোহাম্মদ মিথুন।

মূলত এই দুজনের ব্যাটেই দারুণ সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। দিনশেষে তাদের সংগ্রহ ছয় উইকেটে ৩৪৮ রান। উইকেটে আছেন জিয়াউর রহমান (১৭*) এবং মোসাদ্দেক হোসেন (২২*)। মধ্যাঞ্চলের হয়ে তিনটি উইকেট নেন মোশাররফ হোসেন।
তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:-
দক্ষিণাঞ্চল: প্রথম ইনিংস: ১৯১ (৪৯.৫ ওভার): (মাহমুদ ৪০, ইমরুল ২৬, মিঠুন ১৮, সোহান ২৮, মোসাদ্দেক ২১*; সাকিল ২/৫০, ইবাদত ৪/৩২, মোশাররাফ ৪/৫৭)।
মধ্যাঞ্চল: প্রথম ইনিংস: ৩০২ (৮৮.৩ ওভার): (সাইফ ৩০, সাদমান ৯৩, মজিদ ৪৪, ইরফান ৫৪, মোশাররাফ ২৮; নাঈম ৩/৮৩, রাজ্জাক ৬/১০৬)।
দক্ষিণাঞ্চল: দ্বিতীয় ইনিংস ৩৪৮/৬ (৮৩ ওভার): (বিজয় ৪৫, ইমরুল ৩০, তুষার ৮৮, মিথুন ১১৮, জিয়াউর ১৭*, মোসাদ্দেক ২২*; মোশাররফ ৩/৮০, তানবীর ২/৬১)।