promotional_ad

বিপদে আছে বাংলাদেশও

promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটার্স অ্যাসসিয়েশনসের (ফিকা) সদ্য প্রকাশিত রিপোর্টে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যতের জন্য বাজে সময় অপেক্ষা করছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধীরে ধীরে তরুন ক্রিকেটারদের মন উঠে যাচ্ছে।


ফিকার পরিসংখ্যান বলছে, যতই সময় গড়াচ্ছে ক্রিকেটের সবচেয়ে পুরনো ভার্সন টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা কমছে। সমান তালে বাড়ছে টি-টুয়েন্টির জনপ্রিয়তা। দেশের হয়ে কেন্দ্রীয় চুক্তির অধীনে ক্রিকেট খেলার চেয়ে স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াতে চাইছে সিংহভাগ তরুন ক্রিকেটার।


ফিকার অনুসন্ধানে জানা গেছে, কেন্দ্রীয় চুক্তি থেকে প্রাপ্ত পারিশ্রমিকের স্বল্পতা তরুন ক্রিকেটারদের বিভিন্ন লীগে খেলে বেড়ানোর বড় কারন। একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটের সময় সূচির অতিরিক্ত চাপ তরুন ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করছে।



promotional_ad

ফিকার রিপোর্টে দেখা গেছে, বাংলাদেশে কেন্দ্রীয় চুক্তি ও ঘরোয়া ক্রিকেটের চুক্তি আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের তুলনায় বাংলাদেশের কেন্দ্রীয় চুক্তি ভুক্ত ও ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটাররা বলতে গেলে কিছুই পায় না।


আফগানিস্থান ও আয়ারল্যান্ডের অবস্থা বাংলাদেশের মত। এছাড়া বাকী টেস্ট খেলুড়ে দেশের কেন্দ্রীয় চুক্তি ভুক্ত ক্রিকেটারদের পারিশ্রমিক আন্তর্জাতিক মানের না হলেও কাছাকাছি। দেশে ক্রিকেটার্স অ্যাসসিয়েশনসের থাকার পরও বাংলাদেশি ক্রিকেটাররা এত কম পারিশ্রমিক পাচ্ছে।


ঘরোয়া ক্রিকেটারদের চেয়ে ভালো আছেন দেশের তারকা ক্রিকেটাররা। ফিকার রিপোর্ট বলছে বাংলাদেশের তারকা ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের পারিশ্রমিক পাচ্ছে। কিন্তু সেটা গুটিকয়েক ক্রিকেটারের ক্ষেত্রে প্রযোজ্য।



তাই ফিকা বলছে, নিকট ভবিষ্যতে ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির বাইরে গিয়ে স্বাধীনভাবে টি-টুয়েন্টি ক্রিকেট খেলতে চাইবে। ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, আদিল রাশিদ, অ্যালেক্স হেইলস, মিচেল ম্যাকক্লেনেগ্যানরা ইতিমধ্যে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। 


ফিকার নতুন সমিক্ষা থেকে জানা গেছে, সামনে অনেক ক্রিকেটরই একই পথে অগ্রসর হবে। তাছাড়া ব্যস্ত সূচি ও ক্রিকেটারদের ওয়ার্ক লোড ৫৫ শতাংশের বেশি ক্রিকেটারকে ভাবাচ্ছে। এদের মধ্যে ৬৪ শতাংশ চাইছে একবছরের চুক্তি থেকে সরে দাঁড়াতে। তবে দীর্ঘমেয়াদী কেন্দ্রীয় চুক্তিতে বিশ্বাসী প্রায় ৮৮ শতাংশ ক্রিকেটার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball