আফ্রিদিকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে সাকিব

ছবি:

আর মাত্র একটি উইকেট, এরপরেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান নাম লেখাবেন দারুণ একটি রেকর্ডের খাতায়।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আজ চতুর্থ ম্যাচে মাত্র ১ উইকেট শিকার করতে পারলেই টি টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব।
পাশাপাশি এই ফরম্যাটে ৩০০ উইকেট শিকারি পঞ্চম বোলার হিসেবেও নাম লেখাবেন তিনি।
এর আগে এই রেকর্ডে নাম লিখিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, স্পিনার সুনীল নারিন এবং পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
এদের মধ্যে ৪১৪টি উইকেট নিয়ে সবার ওপরে আছেন ব্রাভো। আর মালিঙ্গা, নারিন এবং আফ্রিদির উইকেট সংখ্যা যথাক্রমে ৩৪৮, ৩২৪ এবং ৩০০।

তবে একদিক থেকে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে টাইগার সাকিবের। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট পকেটে পোরার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাঁর।
পাঞ্জাবের বিপক্ষেই হয়তো সেই রেকর্ডটি নিজের করে নিতে সক্ষম হবেন তিনি। এদিকে আজ সাকিবের সামনে সুযোগ এসেছে শহিদ আফ্রিদিকেও ছাড়িয়ে যাওয়ার।
আজ পাঞ্জাবের ২টি উইকেট তুলে নিতে পারলেই আফ্রিদিকে টপকে যাবেন টাইগার সাকিব।
উল্লেখ্য আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় পাঞ্জাবের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাবের মুখোমুখি হবে সাকিবদের দল হায়দ্রাবাদ।
টি টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট শিকারি বোলার-
১। ডোয়াইন ব্রাভো- ৪১৪ উইকেট (৩৭৮ ম্যাচ)
২। লাসিথ মালিঙ্গা- ৩৪৮ উইকেট (২৫৬ ম্যাচ)
৩। সুনিল নারিন- ৩২৪ উইকেট (২৭৬ ম্যাচ)
৪। শহিদ আফ্রিদি- ৩০০ উইকেট (২৭৪ ম্যাচ)