promotional_ad

এশিয়ার ক্রিকেটের নতুন অভিভাবক হচ্ছেন পাপন

promotional_ad

নিয়ম অনুযায়ী এই বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবে বাংলাদেশ থেকে। আর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে একটি নাম পাঠাতে হবে সংস্থাটিতে।


যার নাম পাঠানো হবে তিনিই হবেন এই সংস্থার ২৬তম প্রেসিডেন্ট। বুধবার দিন বিসিবির সভায় সব বোর্ড পরিচালক মিলে সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারে। আর সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নামই পাঠানো হবে সেখানে। সভা শেষে নিজেই এই ঘোষণা দিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবক, 



promotional_ad

'এসিসিতে সামনের প্রেসিডেন্ট হবে বাংলাদেশ থেকে। ওখানে আমাদের একটা নাম সুপারিশ করতে হবে আমাদের থেকে। আজকের (বুধবার) বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে আমার নামটাই পাঠাচ্ছে বাংলাদেশের তরফ থেকে। সামনের এসিসির বোর্ড মিটিংয়ে আমার নামটাই যাচ্ছে।'


১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানকার বর্তমান প্রেসিডেন্ট পাকিস্তানের শাহরিয়ার খান। তার মেয়াদ দ্রুতই শেষ হচ্ছে। এরপরেই বাংলাদেশ থেকে পাপন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন সংস্থাটির।



বাংলাদেশের হয়ে সর্বপ্রথম এসিসির প্রেসিডেন্ট হন আনিসুল ইসলাম মাহমুদ (১৯৮৯ সালে)। এরপরে মোহাম্মদ আলী আসগর লবি (২০০২ সালে) ও মোস্তফা কামাল (২০১০ সালে) এসিসি প্রেসিডেন্ট ছিলেন। এই বছরে এসিসির চতুর্থ বাংলাদেশি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন পাপন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball