অনিশ্চয়তার মেঘে ঢাকা টাইগারদের অস্ট্রেলিয়া সফর

ছবি:

টাইগারদের অস্ট্রেলিয়া সফর কি আদৌ হচ্ছে? এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে জানা নেই স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও।
কেননা এখন পর্যন্ত এই সফর নিয়ে কোনো প্রকার সবুজ সঙ্কেত তো দূরের কথা কিছু জানায়নি পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এমনকি বিসিবি থেকে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও লাভ হয়নি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন টেস্ট খেলতে সমস্যা হলে অন্য ফরম্যাটে খেলার প্রস্তাবও নাকি দেয়া হয়েছিলো অজিদের।

কিন্তু এখনও সেই প্রস্তাব নিয়ে নিশ্চুপই রয়ে গেছে সিএ। এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন,
'অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। ওরা ওই সময়ে যে সমস্যার কথা বলেছে, সেটার পরিপ্রেক্ষিতে আমরা একটা অলটারনেটিভ প্রোপোজাল দিয়েছি। কিন্তু এর উত্তর দেয়নি তারা।'
বিসিবির এই কর্মকর্তা আরো বলেন, 'ওদের টেস্ট খেলা নিয়ে সমস্যা। বৃষ্টি, স্পনসর নিয়ে সমস্যা। আমরা অন্য ফরম্যাট নিয়ে আলোচনা করেছি। কিন্তু পরবর্তী সময়ে কোনো উত্তর পাওয়া যায়নি।'