তুষারকে দলে ফেরানোর ইঙ্গিত দিলেন প্রধাণ নির্বাচক

ছবি:

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ধারাবাহিক ব্যাটসম্যান তুষার ইমরান। কদিন আগেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এরপর প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে।
বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) সবশেষ রাউন্ডেও আলো ছড়িয়েছেন তিনি। উত্তরাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে দুই ইনিংসেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। নিয়মিত পারফর্ম করেও জাতীয় দল ও এ দলে ব্রাত্য এই টাইগার ব্যাটসম্যান।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তুষারকে 'এ' দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন। জুনে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে 'এ' দলের সিরিজে তুষারকে বিবেচনায় রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে নান্নু বলেছেন, ‘ওকে নিয়ে আমরা বিবেচনা করছি। পারফরম্যান্সের সাথে সমঝোতা হয় না।' তবে তুষার ইমরানকে দলে ঠাই দেয়ার ব্যাপারে কিছুটা ধোঁয়াশা রাখলেন জাতীয় দলের এই নির্বাচক।
কিছুটা সংশয় রেখেই তিনি জানিয়েছেন, ‘দেখতে হবে আন্তর্জাতিক অঙ্গনে পারফর্ম করতে তার কতটুকু সামর্থ্য। দেশের বাইরে টেকনিক্যালি তারা কতটুকু দক্ষ সেটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। কারণ ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য।'
ঘরের মাঠে অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহে 'এ' দলের স্কোয়াড ঘোষণার কথা রয়েছে। দলে বেশ কিছু চমক থাকবে বলেই ধারণা করা হচ্ছে। কপাল খুলে যেতে পারে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা তুষার ইমরান- শাহরিয়ার নাফিসদের।