promotional_ad

দুই বছর পর উইন্ডিজ দলে রাসেল

promotional_ad

দীর্ঘ দুই বছর পর উইন্ডিজের জার্সি গায়ে ফিরছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আগামী ৩১ মে লর্ডসে বিশ্ব একাদশের বিপক্ষে উইন্ডিজের হয়ে লড়বেন রাসেল। উইন্ডিজের অ্যাঙ্গুইলার জেমস রোন্যাল্ড ওয়েবস্টার পার্ক এবং ডমিনিকার উইন্ডসর পার্ক স্টেডিয়ামের উন্নতির জন্য তহবিল গড়তে এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছে।


ইরমা ও মারিয়া হারিকেনে এই দুই স্টেডিয়ামের ব্যাপক ক্ষতি হয়েছিল। এদিকে, বিশ্ব একাদশ দলকে নেতৃত্ব দেবেন ইয়ন মরগান। খুব দ্রুতই সেই দলও ঘোষণা হবে বলে জানা  গেছে। এদিকে ডোপজনিত নিয়ম ভঙ্গের অপরাধে নিষিদ্ধ হয়েছিলেন রাসেল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এবার জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামবেন এই জ্যামাইকান।


রাসেল সবশেষ ২০১৬ সালের আগস্টে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এই ক্যারিবিয়ান বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল)। খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ব্যাটে বলে দলের জয়ে বড় ভূমিকা রাখছেন। আর তাতেই ক্যারিবিয়ান বোর্ডের নজর পড়েছে তার দিকে।



promotional_ad

১৩ সদস্যের উইন্ডিজ দলে রাসেল ছাড়াও ফিরেছেন অফ স্পিনার অ্যাশলে নার্স, ক্রিস গেইল, ইভিন লুইস ও মারলন স্যামুয়েলস। এদের কেউই পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলেননি।  দিনেশ রামদিন ও কিমো পল তাদের জায়গা ধরে রেখেছেন সাম্প্রতিক পারফরম্যান্সে।


বাদ পড়েছেন পাকিস্তান সিরিজে উইন্ডিজকে নেতৃত্ব দেয়া জ্যাসন মোহাম্মদ।  অধিনায়কের দায়িত্ব আবারও কাঁধে নিয়েছেন নিয়মিত অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। ফলে বলাই যায় বিশ্ব একাদশের বিপক্ষে উইন্ডিজ দলে বেশ বড় চমকই দিলেন নির্বাচকরা।


উইন্ডিজ দল : কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, ইভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, মারলন স্যামুয়েল, কেসরিক উইলিয়ামস।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball