ভাগ্য সহায় হচ্ছে তুষার, নাফিসদের?

ছবি:

অবশেষে বুঝি ভাগ্য খুলতে যাচ্ছে তুষার ইমরান, নাইম ইসলাম, শাহরিয়ার নাফিসদের মতো দেশের ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত পারফর্মারদের। এমনটাই আভাস দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি জানিয়েছেন আসন্ন এইচপি এবং 'এ' দলের স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা ক্রিকেটারদের।
আর 'এ' দলএ ভালো খেললে জাতীয় দলের দুয়ারও খুলে যেতে পারে ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের। যদিও এক্ষেত্রে দুটি দিক বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নান্নু। তিনি বলেন,
'অবশ্যই, আমরা তাদেরকেই নিবো যারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। তবে আমরা দুটি ক্রাইটেরিয়া দেখবো 'এ' দল গঠনের ক্ষেত্রে- জাতীয় দলের জন্য যারা দ্রুত রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবে এবং যারা আগামী ১ অথবা ২ বছর জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে।'

অবশ্য এইচপি কিংবা 'এ' দলে কারা জায়গা পেতে পারেন সেই সম্পর্কে কিছু খোলাসা করেননি টাইগারদের প্রধান নির্বাচক। শুধু জানিয়েছেন দল গঠন করা হবে মূলত সিনিয়র এবং জুনিয়রদের সংমিশ্রণে। নান্নুর ভাষ্যমতে,
'এই দলটি হবে সিনিয়র এবং জুনিয়রদের সংমিশ্রণ। আমি কারো নাম বলতে পারছি না। প্রথমে দলটিকে প্রস্তুত করতে হবে, আমরা বিসিএলের পর বসবো এবং সিদ্ধান্ত নিবো যে কারা এইচপিতে যাচ্ছে এবং কারা 'এ' দলএ যাচ্ছে। এর দুই সপ্তাহ পরে জাতীয় দলের একটি ট্রেনিং ক্যাম্প আছে এবং আমাদের এর জন্যও একটি প্রাথমিক স্কোয়াড গঠন করতে হবে। আমরা আগামী সপ্তাহে এই নিয়ে বিস্তারিত জানাতে পারবো।'
শুধু তাই নয়, দল নির্বাচনে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলার সামর্থ্যের কথাও মাথায় আনা হবে বলে নিশ্চিত করেছেন নান্নু। আর ভালো পারফর্ম করা ক্রিকেটারদেরকেও বঞ্চিত করা হবে না উল্লেখ করেছেন তিনি। বলেছেন,
'যারা এখন পর্যন্ত ভালো খেলেছে, তাদের বঞ্চিত করা হবে না। আর কিছু ক্রিকেটারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আন্তর্জাতিক ক্রিকেটে তারা কতটা সামর্থ্যবান হবে এবং কতটা টেকনিক্যাল হতে পারবে তারা আন্তর্জাতিক অঙ্গনে। ঘরের মাঠে খেলা এক বিষয় আর বাইরের দেশে খেলা আরেক বিষয়।'
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরো যোগ করেছেন, 'যেহেতু 'এ' দল ঘরের মাটিতে খেলবে, আমরা এই বিষয় নিয়ে ভাববো এবং আগামী সপ্তাহে জানাবো। অবশ্যই, পারফর্মেন্সের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। তবে আপনাকে অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে সামর্থ্যের কথা চিন্তা করতে হবে।'