মুশফিকদের ইনজুরিতে টনক নড়ছে বিসিবির!

ছবি:

মাত্র কয়েকদিন আগেই অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। পরবর্তীতে জানা গেছে অন্তত ছয় মাসের জন্য মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে।
নাসিরের পর ফুটবল খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। ফলে বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ দুই রাউন্ডে খেলা হচ্ছে না তাঁর।
মুশফিক ইনজুরিতে পড়ার পর অবশেষে টনক নড়েছে বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন এই বিষয়ে কিছু বিধি নিষেধ চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড।

সম্প্রতি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে নান্নু বলেছেন, 'এই বিষয়ে বিধি নিষেধের নিয়ম করতেই হবে। কারণ দেখা গেছে বেশিরভাগ ক্রিকেটারই ইনজুরিতে পড়ছে ফুটবল খেলতে গিয়ে। এই বিষয়ে টিম ম্যানেজমেন্টকে খেয়াল রাখতেই হবে।'
এদিকে নান্নু কথা বলেছেন এইচপি দল এবং 'এ' দল গঠন করা প্রসঙ্গেও। আগামী ২৩শে মে থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পের জন্য শীঘ্রই দল ঘোষণা করা হবে যেখানে 'এইচপি এবং 'এ' দলের সংমিশ্রণে স্কোয়াড গঠন করা হবে বলে জানান প্রধান নির্বাচক। নান্নু বলেন,
'আমরা এইচপির সাথে 'এ' দলের মিশ্রণে দল গঠন করবো। আমরা এইচপির জন্য ২০-২২ জন সদস্য বাছাই করবো এবং সেখানে কিছু 'এ' দলের ক্রিকেটার যোগ করবো। এইচপি প্রোগ্রাম আগামী মাসের ২৩ তারিখ থেকে শুরু হবে এবং আমরা এর সাথে 'এ' দল নিয়েও কাজ করবো।'