দলীয় নৈপুণ্যে গম্ভীরদের হারালো কলকাতা

ছবি:

আইপিএলে সোমবারের ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসকে ৭১ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে শুরুতে টসে অবশ্য জিতেছিল দিল্লী। ফিল্ডিং বেঁছে নেন কলকাতার সাবেক এবং দিল্লীর বর্তমান অধিনায়ক গৌতম গম্ভীর।
তবে ইডেনের মাঠে জয় আনতে পারেননি তিনি। শুরুতে সুনিল নারিনের উইকেট হারালেও রান বন্যা থামেনি কলকাতার। ক্রিস লিন করেন ২৯ বলে ৩১ রান, রবিন উথাপ্পা খেলেন ১৯ বলে ৩৫ রানের ইনিংস। চারে নেমে নিতিশ রানা করেন ৩৫ বলে ৫৯ রান।

শেষদিকে ১২ বলে ছয় ছক্কায় ৪১ রান করেন আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত নয় উইকেটের বিনিময়ে ২০০ রান করে কলকাতা। দিল্লীর বোলারদের মধ্যে রাহুল তেওয়াটিয়া নেন তিনটি উইকেট।
জবাবে মাত্র ১৪.২ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায় দিল্লী। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান (২২ বলে) করেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৬ বলে ৪৩ রান করেন রিশভ পান্ত।
এছাড়া দুই অঙ্কের রান করতে পারেননি দিল্লীর কোনো ব্যাটসম্যান। কলকাতার হয়ে তিনটি উইকেট লাভ করেন সুনিল নারিন। কুলদিপ যাদবও নিয়েছেন তিনটি উইকেট।