promotional_ad

"তিন দলেরই সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার"

promotional_ad

বাংলাদেশ ক্রি‌কেট লিগের (বিসিএল) চলতি আসরের পঞ্চম রাউন্ড মাঠে গড়াচ্ছে ১৭ এপ্রিল। এই রাউন্ডের প্রথম রাউন্ডে উত্তরাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। একই দিন রাজশাহীতে মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণাঞ্চল।


এখন পর্যন্ত অনুষ্ঠিত চার রাউন্ডের তিনটিতেই হয়েছে ড্র। ফলাফল এসেছে মাত্র ১ রাউন্ডে। সিলেট আন্তর্জাতিক ক্রি‌কেট স্টেডিয়ামে লিগের একেবারে প্রথম রাউন্ডে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা উত্তরাঞ্চল।


এরপর আর কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। সবগুলো ম্যাচই ড্রয়ের মুখ দেখেছে। তবে, মিরপুরে অনুষ্ঠিত উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচে ফলাফলের আশা করছেন পূর্বাঞ্চলের কোচ সারোয়ার ইমরান।



promotional_ad

মিরপুরের উইকেটে কোনো অনাকাঙ্ক্ষিত বাউন্স থাকবে না বলে মনে করেন তিনি। উইকেটে ব্যাটসম্যান ও বোলারদের সমান সুযোগ থাকবে বলে বিশ্বাস বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল এই কোচের।


সোমবার (১৬ এপ্রিল) মিরপুর একাডেমির মাঠে দলের অনুশীলন শেষে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন। পূর্বাঞ্চলের অভিজ্ঞ এই কোচ বলেছেন, 'আশা করি মিরপুরে অন্তত রেজাল্ট হওয়ার সুযোগ আছে। উইকেট যদি ইভেন থাকে। ব্যাটসম্যান ও বোলারদের যদি সমান সুযোগ থাকে।'


বিসিএলের চলতি আসরে ৪ রাউন্ড শেষে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উত্তরাঞ্চল। ২ পয়েন্ট পিছিয়ে থেকে দুই নম্বরে রয়েছে পূর্বাঞ্চল। আর ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছে দক্ষিণাঞ্চল।



সারোয়ার ইমরানের মতে তিন দলেরই সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার, 'মাত্র ২ পয়েন্টের ব্যবধান। আমাদের ১ পয়েন্ট নীচে আছে আরেকটা টিম। এবার তিনটা টিমের যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। শেষ দুইটা ম্যাচে যারা ভাল করবে তারাই...।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball