দারুণ কীর্তির দোরগোড়ায় লিটন

ছবি:

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় উইকেটরক্ষক ব্যাটসম্যান ধরা হয় লিটন কুমার দাসকে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করলেও, জাতীয় দলের হয়ে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি।
সেই লিটনই এবার দারুণ এক মাইলফলকের সামনে রয়েছেন। ছোঁয়ার অপেক্ষায় আছেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম চার হাজার রানের মাইলফলক। আর মাত্র ২১২ রান করলেই এই রেকর্ডে পা রাখবেন লিটন।

এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৩৭৮৮ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের এখনো দুই রাউন্ড বাকি। পুরো মৌসুমেই ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটানো লিটন ১৭ এপ্রিল মঙ্গলবার পূর্বাঞ্চলের হয়ে খেলতে নামবেন।
সেই ম্যাচে লিটনদের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। এই ম্যাচ দিয়েই রেকর্ডটি নিজের করে নিতে চাইবেন তিনি। বিসিএলের শেষ রাউন্ডে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ১১ চার ও ৪ ছক্কায় ১২৯ বলে ১১৩ রান করেন লিটন। প্রথম শ্রেণির ক্রিকেটে যা তার দশম সেঞ্চুরি।
বিসিএলের চলতি মৌসুম ব্যাট হাতে দারুণ কাটছে এই ডানহাতি ব্যাটসম্যানের। ঘরোয়া ক্রিকেটের দুটি লিগেই পার করে ফেলেছেন হাজার (১০৯৫) রান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম দোলেশ্বরের হয়ে তিন সেঞ্চুরিতে লিটনের সংগ্রহ ছিল ৫৩৭ রান।