আফগানিস্তানের বিপক্ষে টি২০ নাকি ওয়ানডে সিরিজ?

ছবি:

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের সিরিজ প্রায় চূড়ান্ত। সূচি চূড়ান্ত না হলেও জুনের প্রথম সপ্তাহেই এই সিরিজে অংশ নিতে ভারত যাওয়ার কথা টাইগারদের। তবে কিছু দিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন সিরিজের ভেন্যু নিয়ে আপত্তি রয়েছে বিসিবির।
ভারতের উত্তরাখন্ডের দেরাদুনে সিরিজটা আয়োজন করতে চাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ চাইছে সিরিজটি কলকাতা অথবা বেঙ্গালুরুর মাটিতে খেলতে। তবে সোমবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না।
নতুন একটি তথ্য যোগ করেছেন এই বোর্ড কর্মকর্তা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বদলে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলের কথা ভাবছে বাংলাদেশ। যদিও এই বিষয়টি এখনও আলোচনার টেবিলে রয়েছে বলে নিশ্চিত করেছেন আকরাম।

আসন্ন এই সিরিজের দিনক্ষণ নিয়েও সঠিক কোনো ধারণা দিতে পারেননি তিনি। এই প্রসঙ্গে আকরাম খান বলেছেন, 'এখনও কথাবার্তা চলছে ওয়ানডে খেলবো নাকি টি-টোয়েন্টি খেলবো। হয়তো পরে বলবো। দিন তারিখসেখান থেকে ফ্লোরিডায় যাবে টি-টোয়েন্টি খেলতে। এরপর সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপ, ফিরেই বিপিএল খেলবে। ঠিক হয়নি।'
আফগানিস্তান সিরিজ শেষে আরেকটি সিরিজ কড়া নাড়ছে বাংলাদেশের সামনে। আফগান মিশন শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। সেই সিরিজ শেষে বাংলাদেশ দল ফ্লোরিডায় যাবে টি-টোয়েন্টি খেলতে।
এরপর সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপ, ফিরেই বিপিএল খেলবে। ফলে বলাই যায় সামনে ব্যস্ত সময় অপেক্ষা করছে টাইগারদের জন্য। তাছাড়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজও আলোচনার টেবিলে রয়েছে।