টাইগারদের অস্ট্রেলিয়া সফর হচ্ছে না?

ছবি:

চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে, বিভিন্ন কারণ দেখিয়ে সিরিজটি খেলতে চাইছে না অস্ট্রেলিয়া।
সিরিজটি নিয়ে আলোচনায় বসার কথা ছিল দুই দেশের ক্রিকেট বোর্ডের। কিন্তু তার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। গত মাসে আইসিসির সভা থেকে ফিরেও এই সিরিজ নিয়ে আশানুরূপ কোনো বার্তা দিতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অস্ট্রেলিয়া সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন চলতি বছর অজিদের সাথে সিরিজ খেলার সম্ভাবনা খুবই কম।

আকরাম খানের ভাষ্যমতে, ‘এ সময় ওরা খেলবে না। এটা অনেক আগেই ওরা জানিয়ে দিয়েছে। এ বছরের সম্ভাবনা খুবই কম। শিডিউলটা ওরা পরের বছর জানাবে।' সোমবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে তিনি একথা বলেন।
আগস্ট-সেপ্টেম্বরে না খেললে এই সিরিজের জন্য আর সময় হাতে নেই বাংলাদেশ দলের। কারণ পুরো বছরটিই ব্যস্ততায় কাটবে বাংলাদেশ দলের। আকরাম খানও একই কথা জানিয়েছেন। টাইগারদের ব্যস্ত সূচির কথা তুলে ধরে আকরাম বলেছেন,
'বাংলাদেশ দল এ বছর অনেক ব্যস্ত সময় কাটাবে। জুনে আফগানিস্তান সিরিজ, জুলাইয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে যাবে, সেখান থেকে ফ্লোরিডায় যাবে টি-টোয়েন্টি খেলতে। এরপর সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপ, ফিরেই বিপিএল খেলবে। বিপিএলের পর বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।'