promotional_ad

জাদেজা ভবিষ্যতের ধোনি?

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের দেয়া ১৯৮ রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানের ব্যবধানে ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী।


তবে, যোগ্য সঙ্গী না থাকায় ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া হয়নি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনীর। এই ম্যাচে রবীন্দ্র জাদেজা ফিনিশারের ভূমিকা পালন করতে না পারায় আক্ষেপ করেছেন ধোনী। ম্যাচ শেষ করে আসার জন্যই ক্যারিবিয়ান অলরাউন্ডার ডুয়াইন ব্রাভোর আগে নামানো হয় জাদেজাকে।


তবে, এই ভারতীয় অলরাউন্ডার মাত্র ১৯ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ফলে সব চাপ পরে যায় সেট ব্যাটসম্যান ধোনীর উপর। সেই চাপ সামলে চেন্নাইকে জেতানো হয়নি ধোনীর।



promotional_ad

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনী জানিয়েছেন ব্রাভোর আগে জাদেজাকে নামানোর সিদ্ধান্তটা ছিল কোচ স্টিফেন ফ্লেমিংয়ের। পরিস্থিতি বিবেচনা করেই জাদেজাকে উপরে ব্যাট করার সুযোগ দেয়া হছে বলেও জানিয়েছেন তিনি।


ধোনীর ভাষ্যমতে, "এটি একটি কঠিন কাজ। এবং ফ্লেমিং (কোচ) ডাগ আউটে ছিল। সিদ্ধান্তটা তাকেই দিতে হতো। আমাদের জাদেজার উপর আস্থা ছিল, এর একটা কারণ হলো সে বাঁহাতি ব্যাটসম্যান। ধারাবাহিক ভাবে বাঁহাতির বিপক্ষে বল করা সত্যিই কঠিন কাজ। একারণেই আমরা এই সময় তাকে সুযোগ দিয়েছি নিজেকে বিকশিত করার জন্য।"


ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হয়নি চেন্নাইয়ের নিয়মিত ব্যাটসম্যান সুরেশ রায়নার। তার অনুপস্থিতিতে আরেক বাঁহাতি জাদেজাকে দিয়ে সেই সুযোগ নিতে চেয়েছিল চেন্নাই। তবে সেই পরিকল্পনা কাজে লাগেনি। এই পরিকল্পনা সফল হলে প্রতিপক্ষের বোলিং পরিকল্পনা করতে কঠিন হতো বলেও মত ধোনীর।



এই প্রসঙ্গে ধোনী বলেছেন, "জাদেজা এমন একজন যে এই কাজটা আমাদের জন্য করতে পারতো। এটা সত্যিই ভালো হতো কারণ টপ অর্ডারে একজন বাঁহাতি (রায়না) অনুপস্থিত ছিল। এবং আপনার কাছে জাদেজার মতো একজন ছিল যে এই কাজটা নিচের দিকে করতে পারতো। এটা প্রতিপক্ষের বোলিং পরিকল্পনার জন্য কঠিন ছিল।"


তারপরও জাদেজাকে একজন ভবিষ্যৎ ফিনিশার হিসেবেই দেখছেন ধোনী। আগামী ম্যাচগুলোতে এই অলরাউন্ডার ব্যাট হাতে ভালো করবেন বলেই বিশ্বাস সাবেক এই ভারতীয় অধিনায়কের, "আমরা যদি তাকে সুযোগ না দেই। তাহলে সত্যিই সে যে পরিমাণ সুযোগ ডিজার্ভ করে তা দেয়া হবে না। ফলে আগামী ম্যাচগুলোতে সে ভালো করবে বলে আশা করছি।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball