ইনফর্ম ফাওয়াদ নেই, আছেন ইনজামামের ভাতিজা

ছবি:

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের পাকিস্তান দল ঘোষণা করেছে পিসিবি। টেস্ট দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন ইমাম-উল-হক। এই তরুণ আবার পিসিবির প্রধাণ নির্বাচক ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইনজামাম উল হকের ভাতিজা।
ইমাম ছাড়াও টেস্ট দলে প্রথমবারের মতো আরও ডাক পেয়েছেন ফখর জামান, উসমান সালাউদ্দিন ও সাদ আলী। গত বছরের অক্টোবরে তরুণ ইমামকে ওয়ানডে স্কোয়াডে নেওয়ায় সমালোচনা শুনতে হয়েছিল ইনজিকে। তবে লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছিলেন ইমাম।
এবার ভাতিজাকে দলে নেয়ায় সমালোচনা না হলেও অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ ও ৩২ বছর বয়সী ইনফর্ম ব্যাটসম্যান ফাওয়াদ আলমকে দলে না নেয়ায় তোপের মুখে পড়তে হয়েছে ইনজামামকে। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পাকিস্তানের শীর্ষ টেস্ট স্পিনার ইয়াসির শাহর।

দলে তরুণদের সুযোগ সুযোগ দেয়া প্রসঙ্গে ইনজামাম বলেছেন, আগামী বছর ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। তাই সেই কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই দলে ডাকা হয়েছে একঝাঁক তরুণকে। এটাকে বড় সূযোগ হিসেবে দেখছেন পাকিস্তান দলের প্রধাণ নির্বাচক।
ইনজামামের ভাষ্যমতে, "আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপ। তাই আমরা বেশ কিছু তরুণকে সুযোগ দিয়েছি। তারা যেন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারে। এটি আমাদের জন্য দারুণ একটি সুযোগ। বিশেষ করে আমাদের ব্যাটসম্যানদের জন্য। তারা এই কন্ডিশনে অভিজ্ঞতা অর্জন করতে পারবে।"
আগামী ১১ মে ডাবলিনে আয়ারল্যান্ড ক্রিকেট দল নিজেদের অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। তারপর ইংল্যান্ডে ২৪ মে ও ১ জুন লর্ডস ও লিডসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সরফরাজ আহমেদের দল।
পাকিস্তান দল: সরফরাজ আহমেদ, আজহার আলী, ইমাম-উল-হক, সামি আসলাম, হরিস সোহেল, বাবর আজম, ফখর জামান, সাদ আলী, আসাদ শফিক, উসমান সালাউদ্দিন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী, ফাহিম আশরাফ।