বিসিএলের শেষ দুই রাউন্ডও খেলা হচ্ছে না তামিমদের

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) শেষ দুই রাউন্ডেও মাঠে নামা হচ্ছে না টাইগার ওপেনার তামিম ইকবালের। তামিম ছাড়াও খেলতে পারছেন না মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদও। এই তিন তারকাই পূর্ণবাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে তাদের সময় লাগবে ন্যূনতম এক মাস। আর বিসিএলের চলতি মৌসুম শেষ হবে এ মাসের ২৭ এপ্রিল। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি এক তথ্য নিশ্চিত করেছেন।
এই প্রসঙ্গে দেবাশীষ বলেছেন,‘ তিনজনেরই আরও একমাস লাগবে। মিরাজকে আমরা ইনজেকশন দিই। একটি দিয়েছি। ১৫ দিন পরে আরও একটি দেব। রেজাল্ট আসতে ১ মাস লাগবে। তাসকিন রিহ্যাব করছে।'

'রিহ্যাব করলে আমরা ১ থেকে দেড় মাসের জন্য খেলতে নিষেধ করে দিই। কারণ ওর ফিজিওথেরাপি চলবে। তামিমের সব মিলিয়ে দেড় মাসের মতো লাগবে। তিন সপ্তাহ চলবে। আরও তিন সপ্তাহ লাগবে।’, যোগ করেছেন বিসিবির এই চিকিৎসক।
জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজের ব্যস্ততা থাকায় লিগের প্রথম তিন রাউন্ডে তাদের খেলা হয়ে ওঠেনি মেহেদী হাসান ও তামিম ইকবালের। আর এবার ইনজুরির কারণে পুরো লীগ থেকেই মাঠের বাইরে চলে গেছেন তারা।
ফলে প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে এবারের মৌসুমে মাঠেই নামা হলো না এই দুই তারকার। তবে এই ক্ষেত্রে তাসকিনকে কিছুটা সৌভাগ্যবান বলতেই হয়। কারণ জাতীয় দল থেকে বাদ পরে, এই পেসার বিসিএলের প্রথম দুই রাউন্ড খেলেছেন।
সূত্রঃ বাংলানিউজ২৪.কম