promotional_ad

"টেস্ট খেলতে অভিজ্ঞতা লাগে"

promotional_ad

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের উজ্জ্বল এক নাম তুষার ইমরান। ঘরোয়া ক্রিকেটের সর্বাধিক রানের রেকর্ডটি এই টাইগার ব্যাটসম্যানের দখলে। ব্যাট হাতে এখন পর্যন্ত করেছেন ১০ হাজার ৪১৮ রান।


এই প্রতিভাবান ক্রিকেটারের জাতীয় দলে অভিষেক হয় মাত্র ১৮ বছর বয়সেই। ওয়ানডে অভিষেকের ১ বছর পর সাদা পোষাকে খেলেন তিনি।  তবে, ব্যর্থতার কারণে জাতীয় দলে থিতু হতে পারেননি তিনি।



promotional_ad

তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করছেন তিনি। চলতি বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচেও দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি। বড় দৈর্ঘ্যের ম্যাচে রান করার মূল কারণ হিসেবে এই ব্যাটসম্যান অভিজ্ঞতার কথা জানিয়েছেন।


টেস্ট খেলার জন্য ২৭-২৮ বয়সটাকেই আদর্শ মানেন তুষার। তার মতে টেস্ট ম্যাচ খেলতে অভিজ্ঞাতা লাগে। যখন তিনি জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন, সেই বয়সটাকে টেস্ট খেলার জন্য উপযুক্ত বলে মনে করেন না এই ব্যাটসম্যান।



তুষার বলেছেন, ‘আমি যখন জাতীয় দলে খেলেছি সেটা ওয়ানডে ম্যাচ খেলার জন্য সঠিক বয়স ছিলো, টেস্ট ম্যাচ খেলার জন্য না। টেস্ট ম্যাচ খেলতে গেলে অভিজ্ঞতা লাগে, এখন যেটা আমি অনুভব করি। হয়তোবা যারা আগে শুরু করেছে টেস্ট ম্যাচে তারাও হয়তো আজ থেকে ৫-৬ বছর পর অনুভব করবেন টেস্ট ম্যাচটা আসলে ২৭-২৮ বছর বয়সেই খেলা উচিৎ।’
 
নিজের মতামতের পক্ষে যুক্তি দিয়ে তুষার বলেছেন, ‘অল্প বয়সে আপনার ভেতরে অনেক শটস থাকে। ২৭/২৮ বছর বয়সের পর আপনার শটস কমতে থাকে। টেস্ট খেলতে গেলে অভিজ্ঞ ব্যাটসম্যান শটস গুলো কমিয়ে দেয়। আমি যত শটসগুলো কম খেলবো ততো রান করা যায়। শটস খেললে হয়তো আউট হওয়ার সুযোগ বেশি থাকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball