স্যামসন ঝড়ে রাজস্থানের জয়

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৯ রানের ব্যবধানে হেরেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ২১৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে কোহলিদের ইনিংস থেমেছে ১৯৮ রানে।
বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার ব্রেন্ডন ম্যাককালামকে হারায় বেঙ্গালোর। তিনি মাত্র ৪ রান করে আউট হয়েছেন। তারপর অধিনায়ক ভিরাট কোহলি ও উইকেটরক্ষক ডি ককের ৭৭ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখলেও। ডি কক ২৬ রানে ফেরার পর আবারও শুরু হয় ব্যাটসম্যানদের আশা যাওয়া।

অধিনায়ক কোহলির ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫৭ রান। মন্দিপ সিং ৪৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে পারেননি। তার সঙ্গী ক্রিস ওকস কোনো রান না করেই অপরাজিত ছিলেন। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৯৮ রান।
রাজস্থানের হয়ে ২ টি উইকেট নিয়েছেন শ্রেয়াশ গোপাল। ১ টি করে উইকেট নিয়েছেন শর্ট, লফলিন, গৌতম ও স্টোকস। এর আগে ম্যাচের শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস।
রাজস্থানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৯২ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। তাছাড়া অধিনায়ক আজিঙ্কা রাহানের ৩৬ ও বেন স্টোকসের ২৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৭ রানের বড় পূঁজি পায় রাজস্থান রয়্যালস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হ্য্র ক্রিস ওয়েকস ২টি ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নেন।