দেশের হয়ে খেলতে সদা প্রস্তুত তুষার

ছবি:

৩৪ বছর বয়সেও ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশ দলের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তুষার ইমরান। এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন এই টাইগার ক্রিকেটার। তবে এই কাজটা যে মোটেই সহজ না সেটা ভালো ভাবেই জানেন তিনি।
রোববার (১৫ এপ্রিল) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, সাকিব-মুশফিক-মমিনুলদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। সেই পরিকল্পনাতেই নিজের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করে যাচ্ছেন।
এই প্রসঙ্গে তুষার ইমরান বলেছেন, ‘এখন যে দলটা খেলছে বাংলাদেশের হয়ে, ভেরি ডিফিকাল্ট এদের বিট করা। অনেক দিন ধরেই এক সাথে খেলে যাচ্ছে। আমি আমার মতোই চেষ্টা করছি কাউকে বিট করা যায় কি না। লাইক আমি যে পজিশনে ব্যাট করি সে পজিশনে মুশফিক আছে, রিয়াদ আছে, সাকিব আছে, তারপর মুমিনুল আছে।'

'এরা তো জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছে। আমি হয়তো ঘরোয়া ক্রিকেটে করে যাচ্ছি। আমাকে নিয়ে যদি চিন্তা ভাবনা করে আমি ওই ভাবেই চেষ্টা করে যাচ্ছি ১০০% দেওয়ার জন্য।’ যোগ করেছেন তিনি।
সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহদের ছাড়িয়ে গিয়ে বাংলাদেশ দলে ফিরতে হলে অনেক বেশি রান করতে হবে এটা জানেন তুষার। নির্বাচকরা জাতীয় দলে তাকে ফেরালে এর জন্য তৈরি আছেন বলেও জানিয়েছেন তুষার।
তুষার ইমরানের ভাষ্যমতে, ‘আমি যে জায়গায় ব্যাট করি সে জায়গাটা আসলে অনেক কঠিন। ওদেরকে বিট করতে হলে হয়তোবা আরও অনেক বেশি রান করতে হবে। আমি চেষ্টা করে যাচ্ছি। আর প্রমাণের একটাই জায়গা ঘরোয়া ক্রিকেটে। আমি এখানে সুযোগ পাচ্ছি, ভালো করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনেও করবো। যদি নির্বাচকরা মনে করে এটা এনাফ আমাকে নিতে চায় আমি প্রস্তুত আছি।’