promotional_ad

বিসিএলকে টার্গেট করছেন টেস্ট স্পেশালিস্ট মমিনুল

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ড খেলা হয়নি টাইগার তারকা ক্রিকেটার মমিনুল হকের। ওমরাহ পালন করতে যাওয়ায় তিনি অংশ নিতে পারেননি বিসিএলের সবশেষ রাউন্ডে। 


এর আগে এই বাঁহাতি ব্যাটসম্যানই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিন রাউন্ড শেষে তার রান ছিল ৩৮২। দুই সেঞ্চুরিতে এই রান করেছিলেন তিনি। তবে শেষ রাউন্ড না খেলায় তাকে ছাড়িয়ে গেছেন তুষার ইমরান ও লিটন কুমার দাস।


৫৫৮ রান নিয়ে শীর্ষে তুষার ইমরান ও ৪২৭ রানে দ্বিতীয়স্থানে লিটন দাস। মমিনুল আছেন তিন নম্বরে। টেস্ট স্পেশালিস্ট হিসেবে এই টুর্নামেন্টটিকে গুরুত্বপূর্ণ হিসেবে নিচ্ছেন মমিনুল। রোববার (১৫ এপ্রিল) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তিনি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জনিয়েছেন তিনি।



promotional_ad

এই প্রসঙ্গে মমিনুল বলেছেন, ‘জাতীয় লিগ বলেন, বিসিএল বা যাই বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সবই গুরুত্বপূর্ণ। আমার তো শুধু টেস্ট খেলা হয়, সুতরাং আমি খুব মন দিয়ে খেলি।’


আগামি ১৭ এপ্রিল বিসিএলের ৫ম রাউন্ডের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জহুরুল-নাঈমদের নর্থ জোনের মুখোমুখি হবে মুমিনুল-আশরাফুলের ইস্ট জোন। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আশা করছেন বলে মনে করেন এই টাইগার ক্রিকেটার।


মমিনুলের ভাষ্যমতে, ‘আমার মনে হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিশেষ করে মিরপুরে যেটা হবে, সেটায় প্রতিদ্বন্দ্বিতা একটু বেশিই থাকবে। এটা নিয়ে একটু উত্তেজনা কাজ করছে। জাতীয় দলের খেলোয়াড়রা থাকলে মনোযোগ দিয়ে খেলে। অন্যরাও ভালো করে খেলে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball