রান বন্যা দেখার অপেক্ষায় ব্যাঙ্গালুরু

ছবি:

আইপিএলে দিনের (রবিবার) প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং আজিঙ্কা রাহানের রাজস্থান রয়ালস। বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচটি।
এদিকে চিন্নাসোয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে যে দল জিতবে সে দলই পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে জায়গা করে নেবে। আপাতত ব্যাঙ্গালুরুর অবস্থান পঞ্চম স্থানে।
আর সমান পয়েন্টে রাজস্থানের অবস্থান সপ্তম স্থানে। এখন পর্যন্ত দুইটি দলই খেলেছে দুটি করে ম্যাচ। আর দু'দলই জয় পেয়েছে একটিতে। তবে ম্যাচের আগে দারুণ ফুরফুরে মেজাজে আছে ব্যাঙ্গালুরু।
কেননা ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে টপ অর্ডারে আছেন কুইন্টন ডি ককও; যিনি গেলো ম্যাচেই দলের হয়ে দারুণ পারফর্ম করেছেন। এছাড়া সেই ম্যাচে রান পেয়েছিলেন ভিলিয়ার্সও।

তাই দলের ব্যাটসম্যানদের ফর্মের কারণে কিছুটা স্বস্তিতে অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু দলের ব্যাটসম্যানদের নিয়ে কপালে ভাঁজ আজিঙ্কা রাহানের। কেননা ব্যাটসম্যানদের মধ্যে সাঞ্জু স্যামসন ছাড়া কেউই ভালো ফর্মে নেই।
ভালো ফর্ম নেই অধিনায়কেরও। আর তাই ব্যাটসম্যানদের নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় আছেন তিনি। এদিকে রাজস্থানের বোলিং লাইনআপও অতোটা সমৃদ্ধ নয়, যার কারণে ম্যাচটিতে পরিষ্কারভাবেই পিছিয়ে আছে তারা।
সম্ভাব্য একাদশঃ-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, সরফরাজ খান, মানদ্বীপ সিং, ক্রিস ওকস, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, কুলওয়ান্ত খেজোরোলিয়া, যুবেন্দ্র চাহাল।
রাজস্থান রয়্যালস: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ডি'আর্কি শর্ট, সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠি, জশ বাটলার (উইকেটরক্ষক), কে গওথাম, শ্রেয়াস গোপাল, ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাদকাত , বেন লাফলিন/ জোফরা আর্চার।