ইডেনে বন্ধুদের বিপক্ষে লড়বেন সাকিব

ছবি:

শনিবার, বাংলা দিন পঞ্জিকার প্রথম দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। বর্তমানে সানরাইজার্সের হয়ে খেলা সাকিব এদিনে নামবেন পুরানো দল কেকেআরের বিপক্ষে।
হায়দ্রাবাদ শিবির দুঃসংবাদ, এখনো পুরোপুরি সুস্থ নন দলের সেরা পেসার ভুবনেশ্বর কুমার। আর তাই এই ম্যাচে অনিশ্চিত তিনি। এদিকে কলকাতার হয়ে আগের ম্যাচে বিশ্রাম পেলেও এই ম্যাচে খেলবেন মিচেল জনসন।
বরাবরের মতোই স্পিন উইকেট হলেও কলকাতার ইডেনে গত কয়েক মৌসুমে আমুল পরিবর্তন এসেছে। উইকেটের সবুজ আস্তরণ পেসারদের হয়ে কথা বলছে গত দুই মৌসুম ধরে। তবে হায়দ্রাবাদ ও কলকাতা ক্যাম্পে পেসের সাথে সাথে রয়েছে স্পিন শক্তিও।
উইকেট পেসারদের হয়ে কথা বললেও দুই দলের মূল শক্তি ওই স্পিনেই। স্পিন বিষ ছাড়াতে কলকাতার একাদশে থাকছেন সুনিল নারিন, কুলদিপ যাদব এবং পীযূষ চাওলার মতো আন্তর্জাতিক অভিজ্ঞ কয়েকজন স্পিনার।
অপরদিকে পিছিয়ে নেই সানরাইজার্স হায়দ্রাবাদও। তাদের দলে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের চাতুর্যপূর্ণ বোলিংয়ের পাশে আরেক সহযোগী আফগান বিস্ময় রশিদ খান।

গেলো ম্যাচেই মুম্বাইয়ের বিপক্ষে ১৮ টি ডট বল দিয়েছিলেন রশিদ। এছাড়া দুই ম্যাচ খেলে ইতিমধ্যেই তিনটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ধারাভাষ্য মহলে প্রশংসিত হয়েছে তার বুদ্ধিদীপ্ত বোলিং।
তবে যে দলের স্পিনাররাই দলীয় সাফল্য পান, ব্যাটসম্যানরা যে কঠিন পরীক্ষা দেবেন সেই বিষয়ে কোনও সন্দেহ নেই কারো। নববর্ষের শেষ বেলায় স্পিন বিষে নীলাভ হওয়ার অপেক্ষায় থাকবে ইডেন গার্ডেন্স।
একই সাথে ইডেনের দর্শকরা সাকিব, মানিশ পান্ডে, ইউসুফ পাঠানদের পুরনো দল কেকেআরের বিপক্ষে তাদের পারফর্মেন্স দেখতে মুখিয়ে থাকবে। বিশেষ করে সাকিব আল হাসান দীর্ঘ সময় কলকাতার হয়ে আইপিএল খেলেছেন।
প্রতিপক্ষ দলের সুনিল নারিন, আন্দ্রে রাসেলরা সাকিবের কাছের বন্ধু বলে বেশ পরিচত। আর দল হিসেবেও হায়দ্রাবাদের বেশ কিছু প্রমান করার বাকি। এখন পর্যন্ত কেকেআরের ঘরের মাঠে একই জয়ও পায় নি টম মুডির ছাত্ররা। বলা যায়, হায়দ্রাবাদ ও কলকাতার ম্যাচটি লড়াই এর মধ্যে আরেক লড়াই।
সম্ভাব্য একাদশ-
কলকাতা নাইট রাইডার্সঃ ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, নীতীশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিংকু সিং / শুভম্যান গিল, আন্দ্রে রাসেল, মিচেল জনসন, পিযুশ চাওলা, কুলদীপ যাদব, শিবম মভি / কমলেশ নাগারকোটি।
সানরাইজার্স হায়দরাবাদঃ শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, দীপক হুদা, রশিদ খান, সিদ্ধার্থ কাউল, সন্দীপ শর্মা / ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলকে।