promotional_ad

কলকাতা বনাম সাকিব

promotional_ad

আইপিএলের গত সাত আসরেই কলকাতার জার্সি গায়ে মাঠে মাতিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এবারের নিলামে কলকাতা তাকে ছেড়ে দেওয়ায় সানরাইজার্সের হয়ে মাঠে নামছেন তিনি।


এদিকে শনিবার, পুরো বাংলাদেশ এবং কলকাতার মানুষ যখন পহেলা বৈশাখ উদযাপন করবে, তখন চিরচেনা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদ।


বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি। সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস-১ এ। ম্যাচের আপডেট পাওয়া যাবে ক্রিকফ্রেঞ্জি ডট কমের ওয়েবসাইটেও।


তবে ম্যাচের আগে কিছুটা মনস্তাত্ত্বিক শান্তি পাবে সাকিবের হায়দ্রাবাদ। কেননা পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আছে দলটি। জয় তুলে নিয়েছে দুইটি ম্যাচেই। অপরদিকে পয়েন্ট টেবিলে কলকাতার অবস্থান তিনে।



promotional_ad

ব্যাঙ্গালুরুকে হারালেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে হারতে হয়েছে কলকাতাকে। এছাড়াও সানরাইজার্সের মনস্তাত্ত্বিক শান্তির আরেকটি কারণ সাম্প্রতিক ম্যাচগুলোতে দলের বোলারদের পারফর্মেন্স।


দিনের পর দিন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছেন দলের আফগান রিক্রুট রশিদ খান। গেলো ম্যাচেই তিনি দিয়েছিলেন ১৮ টি ডট বল। এছাড়া সাকিব আল হাসান তো আছেনই। 


ইডেনের স্পিন পিচ এবং বিশ্বমানের দুই স্পিনার দলে থাকায় নিদারুণ স্বস্তিতে উইলিয়ামসন বাহিনী। অপরদিকে আতঙ্কও আছে তাদের। কেননা সুনিল নারিন, কুলদিপ যাদব ও পীযূষ চাওলাদের নিয়ে প্রতিপক্ষের স্পিন আক্রমণও ফেলে দেওয়ার মতো নয়। 


কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড: সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, মিচেল স্টার্ক, দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, কুলদিপ যাদব, পীযুষ চাওলা, নিতিশ রানা, কমলেশ নাগরকতি, শিভম মাভি, মিশেল জনসন, শুবম্যান গিল, রঙ্গনা বিনয় কুমার, রিংকু সিং, ক্যামেরুন ডেলপোর্ট, জ্যাভন সিয়ার্লস, অ্যাপোরভ ওয়াংখেড়ে, ইশাঙ্ক জাগ্গি।



সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড: সাকিব আল হাসান, এলেক্স হেলস, ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, রশিদ খান, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কৌল, দিপক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাথওয়েট, ইউসুফ পাঠান, শ্রীভাতস গোস্বামী, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বাসিল থাম্পি, বিলি স্টেনলেক, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহদী হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball