পাঞ্জাবকে হারিয়ে কোহলিদের প্রথম জয়

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে অষ্টম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ভিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাবের দেয়া ১৫৫ রানের লক্ষ্য ৩ বল হাতে রেখেই পেরিয়ে গেছে তারা।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ব্র্যান্ডন ম্যাককালাম ইনিংসের প্রথম বলে ফিরে গেলেও আরেক ওপেনার কুইন্টন ডি ককের ৪৫, অধিনায়ক ভিরাট কোহলির ২১, এবি ডি ভিলিয়ার্সের ৫৭ ও শেষ দিকে মন্দিপ সিংয়ের ২২ রানে ৪ উইকেট হাতে রেখেই জয় পায় বেঙ্গালুরু।
পাঞ্জাবের হয়ে বল হাতে ২ টি উইকেট নিয়েছেন অধিনায়ক অশ্বিন, ১ টি করে উইকেট দখল করেছেন অক্ষর প্যাটেল, মুজিব উর রহমান ও এন্ড্রু টাই। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩ ওভারেই ৩২ রান তুলে ফেলে পাঞ্জাব।

তবে ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভার করতে এসে পুরো দৃশ্যপটই পাল্টে দেন এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা ভারতীয় পেসার উমেশ যাদব। সেই ওভারে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ফলে দিল্লির স্কোর দাঁড়ায় ৩ উইকেটের বিনিময়ে ৩৬ রান।
তারপর চতুর্থ উইকেট জুটিতে ৫৮ রান যোগ করে পরিস্থিতি কিছুটা সামাল দেন ওপেনার লোকেশ রাহুল ও করুন নায়ার। তবে দলীয় ৯৪ রানে রাহুল ও ১০২ রানে নায়ার ফিরে গেলে আবারও চাপে পড়ে পাঞ্জাব। রাহুল ৩০ বলে ৪ ছক্কা ও দুই চারে দলীয় সর্বোচ্চ ৪৭ রান করেন।
দলীয় ১২২ রানে পাঞ্জাবের সপ্তম উইকেটের পতন হয়। অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন ব্যাট হাতে দলের ইনিংস বড় করার জন্য সব রকমের চেষ্টা করেছেন। তার ২১ বলে ৩৩ রানের ইনিংসেই লড়াইয়ের পুঁজি পায় পাঞ্জাব। ১৯ তম ওভারের পঞ্চম বলে নবম ব্যাটসম্যান হিসেবে তিনি সাজঘরে ফেরেন।
এরপর আর কেউ দাঁড়াতে না পারলে ইনিংসের ৪ বল বাকি থাকতেই অল আউট হয় পাঞ্জাব। বল হাতে বেঙ্গালুরুর হয়ে উমেশ যাদব ২৩ রান খরচায় ৩ উইকেট নেন। ২ উইকেট করে উইকেট দখল করেছেন ক্রিস ওকস, কুলবন্ত খেজরোলিয়া ও ওয়াশিংটন সুন্দর। যুজবেন্দ্র চাহালের ঝুলিতে গেছে ১ উইকেট।