ভারতের বড় ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ

ছবি:

আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের সিরিজ। সিরিজ সূচি চূড়ান্ত না হলেও জুনের প্রথম সপ্তাহেই দু দলের সিরিজটি মাঠে গড়াচ্ছে। সিরিজ সূচি নিয়ে কোনো আপত্তি না থাকলেও ভেন্যু নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড সিরিজটি ভারতের উত্তরাখন্ডের দেরাদুনে আয়োজন করতে চাচ্ছে। এই ভেন্যুতে খেললে দিল্লি থেকে ২৫০ কিলোমিটার পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। তাছাড়া বিরুদ্ধ কন্ডিশনেও মাঠে নামতে হবে টাইগারদের।
সবকিছু ভেবেই ভেন্যু নিয়ে আপত্তির কথা জানিয়েছে বিসিবি। বিকল্প ভেন্যু হিসেবে বেঙ্গালুরুকে রাখার প্রস্তাব করেছে তারা। তাছাড়া আফগানিস্তান সিরিজটিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ দল।

এই প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন , ‘আফগানিস্তান সিরিজ ঠিক হয়ে গেছে। তাদের ভেন্যু ঠিক করতে বলেছি। সঙ্গে একটি বিকল্প ভেন্যুও রাখতে বলেছি। বিকল্প হিসেবে বেঙ্গালুরুর কথা বলেছি। এটা হলে ভালো হয়।"
এই সিরিজে বিসিসিআইয়েরও ভূমিকা আছে বলে জানিয়েছেন নাজমুল হাসান, "এখানে বিসিসিআইয়ের ভূমিকা আছে (যেহেতু দুই দল সিরিজটা খেলবে ভারতে)। এই সিরিজের পরপরই আমাদের যেহেতু পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে, খেলোয়াড়দের যাতায়াতের সুবিধা হয়, এমন ভেন্যু বিবেচনা করতে তাদের বলেছি।’
বিকল্প ভেন্যু হিসেবে শুধু বেঙ্গালুরু নয়, কলকাতার ইডেন গার্ডেন্স হলেও বিসিবি কোনো আপত্তি করবে না বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। বিসিসিআইয়ের সহায়তা কামণা করেছেন নাজমুল হাসান।
তিনি বলেছেন, ‘দেরাদুন ঠিক আছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে যাতায়াতে সুবিধা হয়, আমরা এমন ভেন্যুতে খেলতে চাচ্ছি। যদি ইডেন গার্ডেনে হয়, তাহলে আরও ভালো হয়। আমরা কথা বলছি। আশা করি এখানে বিসিসিআই আমাদের সহায়তা করবে।