promotional_ad

প্রথম জয়ের লক্ষ্যে শনিবার আবারো মাঠে নামছে মুস্তাফিজরা

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম ম্যাচে শনিবার দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। দু দলই নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে। ফলে যেভাবেই হোক তৃতীয় ম্যাচে জয় নিয়ে ফিরতে মরিয়া দিল্লি ও মুম্বাই।


মুম্বাইয়ের হোম ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। মুম্বাই নিজেদের প্রথম দুই ম্যাচে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হেরেছে।


অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়েলসের কাছে হেরে আইপিএল শুরু করেছে দিল্লি। ফলে দু দলই নিজেদের দল নিয়ে চিন্তিত। এদিকে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।



promotional_ad

এভিন লুইস, কাইরন পোলার্ড ও সূর্য কুমার যাদভরাও খুব একটা ভালো খেলতে পারছেন না। মুম্বাই গত দুই ম্যাচেই ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে পারেনি। আইপিএলের এবারের আসরের শুরুতে চিন্তায় ফেলে দিয়েছে অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার ইনজুরি।


তবে, বোলাররা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছেন। টুর্নামেন্টের শুরু থেকেই বল হাতে অসাধারণ পারফরমেন্স করছেন তরুণ স্পিনার মায়াঙ্ক মারকান্দে। শেষ ম্যাচে ডেথ ওভারে দুর্দান্ত বল করেছেন জসপ্রিত বুমরাহ ও মুস্তাফিজুর রহমান।


দিল্লির বিপক্ষেও তাদের দিকেই তাকিয়ে থাকবেন মুম্বাই অধিনায়ক। এদিকে, গৌতম গম্ভির, রিশাভ পন্ট ও সুরেশ আয়ারদের নিয়ে দল গড়েছে দিল্লি। বিদেশীদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল, ইংলিশ তারকা জেসন রয় ও কিউই কোলিন মুনরো।



দিল্লির জয়ের জন্য এদের কাউকেই ব্যাট হাতে দাঁঁড়াতে হবে। বল হাতে দিল্লির আক্রমণ ভাগ সামলাবেন ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র। ফলে বোঝাই যাচ্ছে শনিবার দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ম্যাচ হবে ওয়াংখেড়েতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball