হায়দ্রাবাদের হয়ে খেলা উপভোগ করছেন সাকিব

ছবি:

তিন ফরম্যাটের ক্রিকেটেরই বিশ্বসেরা ছিলেন সাকিব। টি২০ ক্রিকেটে রাজত্ব হারালেও ওয়ানডে ও টেস্টে ধরে রেখেছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান। এই বিশ্বসেরা অলরাউন্ডার সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে বেড়ান।
বর্তমানে ব্যস্ত আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। দীর্ঘ ৭ বছর কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলার পর এবার নাম লিখিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদে। মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে সাকিব কথা বলেছেন ক্রিকেট ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সাথে।

সাকিব জানিয়েছেন তিনি তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান, যতদিন সম্ভব। ফিট আছেন এটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাকিব। বাংলাদেশ দলের টেস্ট ও টি২০ দলপতি এই প্রসঙ্গে বলেছেন,
"আপনি যদি আমার পরিসংখ্যান দেখেন আমি টেস্টকেই এগিয়ে রাখবো। আসলে ক্রিকেটের তিন ফরম্যাটে খেলাই আমি পছন্দ করি। আমি ফিট আছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যতদিন সম্ভব আমি তিন ফরম্যাটে খেলাই অনেক বছর চালিয়ে যেতে চাই।"
আইপিএলে নতুন দলের হয়ে খেলা উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি,‘নতুন দলে খূব ভালো উপভোগ করছি। গত এক সপ্তাহের মতো হয়েছে দলের সঙ্গে আছি। সবকিছূ মিলিয়ে এখানে ভালোই কাটছে আমার। ’