বন্ধু পাতায় আইপিএল?

ছবি:

কদিন আগেই নিদাহাস ট্রফিতে রোহিত শর্মাকে বধের ছক কষেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের কল্যাণে এখন রোহিত মুস্তাফিজের অধিনায়ক। দুজনের সম্পর্কটাও বেশ ভালো। গতকালই মুস্তাফিজুর উইকেট পাওয়ার পর তাকে জড়িয়ে ধরেছেন মুম্বাই অধিনায়ক রোহিত।
আইপিএলে যেমন অর্থের ঝনঝনানি আছে। তেমনি বন্ধু বা সতীর্থ্য বানানোরও দারুণ সুযোগ। একজন বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলেন অন্যজন ভারতের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী। তবে, আইপিএলে তারা একই পরিবারের অংশ।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। শেষ ১২ বলে প্রতিপক্ষ দলের দরকার ছিল ১২ বলে ১২ রান।
১৯ তম ওভারে এসে প্রথম বলে ১ রান দিলেও পরের তিন বলের মধ্যে দুইটি ডট নিয়ে একটি উইকেট তুলে নেন। এর পরের এক বল ডট দিয়ে শেষ বলে আরেকটি উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচ ফেরান তিনি।

বল হাতে মুস্তাফিজ বুঝিয়ে দিয়েছেন কেন তাকে বর্তমান বিশ্বের সেরা ডেথ ওভার বোলার ধরা হয়। সিদ্ধার্থ কৌলকে কট এন্ড বোল্ড করে ফেরানোর পরপরই বল আকাশে ছুঁড়ে মারেরন মুস্তাফিজ।
মুস্তাফিজকে অভিনন্দন জানাতে ছুটে আসা রোত শর্মা ও মুস্তাফিজ আকাশে সেই বলের দিকেই চেয়ে ছিলেন। দুজনকে দেখেই মনে হচ্ছিল দুজনই অনেক কালের বন্ধু। তবে পরিসংখ্যান ঘাটলে দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজকে এখনও পড়তে পারেন নি রোহিত।
মোস্তাফিজ ভারতের বিপক্ষে যে ৯ ম্যাচ খেলেছেন তার ৫টিতেই রোহিতকে ফিরিয়েছেন তিনি। আতর্জাতিক ক্রিকেটে এই ভারতীয় ওপেনারকে প্রায় বানি বানিয়ে ফেলেছেন মুস্তাফিজ। তবে আইপিএলে একই দলে খেলায় রোহিত শর্মা একটু স্বস্তি পেতেই পারেন।
কারণ একই দলে খেলায় মুস্তাফিজকে তার মোকাবেলা করা লাগছে না। অনেকেই আইপিএল, বিপিএল, পিএসএলের মতো টুর্নামেন্টগুলোতে টাকার ছড়াছড়ি ছাড়া আর কিছুই দেখতে পান না।
বিশ্ব ক্রিকেটের খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে অনেক বড় ভূমিকা পালন করছে টুর্নামেন্টগুলো। এখানেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সফলতা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বন্ধু পাতাক।