তুষার ইমরানের আরেকটি কীর্তি

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে পুর্বাঞ্চল বনাম দক্ষিণাঞ্চলের ম্যাচটি ড্র হয়েছে। তবে এই ম্যাচে সব আলো নিজের করে নিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান তুষার ইমরান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যারিয়ারে প্রথম বারের মতো দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তুষার। পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৩ করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান।
আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকার পর এদিন আরও ৫৪ রান যোগ করে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে প্রবেশ করেন তুষার। এটি তার প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৮ তম সেঞ্চুরি।

১৫৬ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৪৩.২২ গড়ে ১০ হাজার ৪১৮ রান করেছেন তুষার। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ। কদিন আগেই প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
দিন দিন রানের ক্ষুদা বেড়েই চলেছে এই ব্যাটসম্যানের। ২০০৭ সালে সবশেষ জাতীয় দলে খেলেছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। নিয়মিতই ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করে যাচ্ছেন শেষ বারের মতো জাতীয় দলে সুযোগ পেতে।