promotional_ad

বিলিয়ন ডলারের চুক্তিতে অস্ট্রেলিয়া

promotional_ad

স্মিথ-ওয়ার্নাররা মাস খানেক আগেই বল টেম্পারিং কান্ডে ক্রিকেট থেকে একবছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। সঙ্গে স্পন্সরদের থেকে চুক্তিও হারিয়েছেন তাঁরা।


এমনিতেই অজি ক্রিকেটারদের এমন কান্ডের পর থেকে নানা ধকলের মধ্যে দিয়ে যাচ্ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সব ঘটনা এবং কান্ডকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। 


২০২৪ সাল পর্যন্ত অর্থাৎ আগামী ছয় বছরের জন্য সেভেন নেটওয়ার্ক ও ফক্স স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। মোট ১ দশমিক ১৮২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সত্ত্ব চুক্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। 


বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় ৮ হাজার কোটি টাকার কাছাকাছি। টেম্পারিং কেলেঙ্কারির পর ধারণা করা হচ্ছিলো যে বড় ক্ষতির মুখে পড়তে পারে দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু সব আশঙ্কা পেছনে ফেলে এতো বড় অর্থের চুক্তি স্বাক্ষর করায় আশার আলো দেখছে অস্ট্রেলিয়া।



promotional_ad

এই চুক্তিতে সিএ’র আর্থিক উন্নতিও হয়েছে। এর আগে চ্যানেল নাইন (আন্তর্জাতিক ক্রিকেট) ও টেনের (বিগ ব্যাশ) সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে ৬০০ মিলিয়ন পেয়েছিল অস্ট্রেলিয়া।


চুক্তি স্বাক্ষরের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, এবার চুক্তি করার সময় তারা নারীদের ক্রিকেটকে আরও ছড়িয়ে দেয়ার বিষয়টি মাথায় রেখেছেন। তিনি বলেন, 


'আমরা চুক্তিবদ্ধ হতে পেরে আনন্দিত অনেক। বিশেষ করে নারীদের ক্রিকেটকেও এবার প্রাধান্য দেয়া হয়েছে চুক্তি করার সময়। তারা হয়তো ক্রিকেটে নারীদের আরও বেশী অন্তর্ভুক্ত হতে আমাদের সাহায্য করবে। এছাড়াও প্রযুক্তির সাহায্যে মোবাইল ফোনেও তারা ক্রিকেট দেখতে পারবে এবং আমাদের সমর্থন করবে।'


সেভেন নেটওয়ার্ক: এই প্রতিষ্ঠান পুরুষ জাতীয় দলের টেস্ট, নারীদের আন্তর্জাতিক ক্রিকেট, ৪৩টি বিগ ব্যাশ, ২৩টি নারীদের বিগ ব্যাশ এবং অ্যালান বর্ডার ও বেলিন্দা ক্লার্ক মেডেল নাইট সম্প্রচার করবে।



ফক্স স্পোর্টস: পুরুষদের টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, নারীদের আন্তর্জাতিক ক্রিকেট, বিগ ব্যাশের সব ম্যাচ, ২৩টি নারীদের বিগ ব্যাশ, অ্যালান বর্ডার ও বেলিন্দা ক্লার্ক মেডেল নাইট, প্রাইমিনিস্টার একাদশ এবং গভর্নর-জেনারেল একাদশের ম্যাচ, শেফিল্ড শিল্ড ফাইনাল ও ১৩টি ওয়ানডে কাপের ম্যাচ সম্প্রচার করবে।


লাইভ স্ট্রিমিংয়ে ক্রিকেট.কম.এইউ এন্ড দ্য সিএ লাইফ অ্যাপ: ৩৬টি নারী বিগ ব্যাশ, শেফিল্ড শিল্ড, ওয়ানডে কাপ, আন্তর্জাতিক ট্যুর ম্যাচ ও বিশেষ ম্যাচের হাইলাইটস।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball