সাকিব-মুস্তাফিজদের ম্যাচের তিনটি টার্নিং পয়েন্ট

ছবি:

টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলে জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে ম্যাচটিতে ভালো খেলেছে দুই দলের বোলাররা। মূল পার্থক্যই গড়ে দিয়েছেন অবশ্য হায়দ্রাবাদের স্পিনার রশিদ খান।
যদিও শুরুর টার্নিং পয়েন্ট ছিল সিদ্ধার্থ কোলের প্রথম ওভার। দলীয় ষষ্ঠ ওভারে তিনি যখন নিজের প্রথম ওভার করতে বোলিংয়ে আসেন তখন ১৩ বলে ২৩ রানে উইকেটে ছিলেন মুম্বাই ওপেনার এভিন লুইস।

ব্যাট হাতে ঝড় তোলার ছোটোখাটো মহড়া চালাচ্ছিলেন তিনি। আরেক প্রান্তে ছিলেন ইশান কিশান (৭ বলে ৯)। কিন্তু পাওয়ার প্লের শেষ সেই ওভারে এই দুজনকেই প্যাভিলিয়নের পথ দেখান সাকিবের সতীর্থ সিদ্ধার্থ।
ম্যাচ তখনই ঘুরে যায় সানরাইজার্সের দিকে। এরপরে রশিদ খানের দুর্দান্ত বলে (১৮ টি ডট বল) আর ম্যাচে ফিরতে পারেনি মুম্বাই। মাত্র ১৪৭ রানেই থামতে হয়েছে তাদের।
তবে তৃতীয় টার্নিং পয়েন্ট ছিল মুম্বাইয়ের দিকেই। দলের ১৮ এবং ১৯তম ওভারে নয় বলের ব্যবধানে হায়দ্রাবাদের চারটি উইকেট (দুটি করে) তুলে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান এবং জাসপ্রিত বুমরাহ। যদিও শেষপর্যন্ত সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে মুম্বাই।